নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী ও ০১ (এক) জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেসবাউল হক, এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক, এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ মুক্তার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালে ইং ২৮/০৮/২০২০ তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) মোঃ মেসবাউল হক লালপুর থানাধীন গোপালপুর পৌরসভাস্থ গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সামনে গোপালপুর টু লালপুর গামী পাকা চার রাস্তার মোড়ের উপর হইতে ১৬ (ষোল) লিটার চোলাইমদ, মূল্য অনুমান-৪,৮০০/- টাকা সহ আসামী ১. (CS3TK) মোঃ বাবুল (৪২), পিতা- মোঃ আঃ জাব্বার স্থায়ী : গ্রাম- পিয়ার খালী উত্তর (মেথরপাড়া) , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন এবং একই তারিখ ১৮.৫৫ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সঙ্গীয় অফিসার ফোর্স সহ লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা গ্রামস্থ জনৈক মোঃ সুমন মন্ডল (২৭), পিতা- মৃত খাইরত মন্ডল এর গার্মেন্টস দোকানের পিছনে ফাঁকা জায়গায়  হইতে হেরোইন সেবনরত অবস্থায় আসামী ১. (CS81E) মোঃ মঞ্জুর রহমান (৪৪), পিতা- মৃত ইউসুফ আলী স্থায়ী : গ্রাম- পুরাতন ঈশ্বরদী, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage