লালপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে লালপুর থানা এসআই(নিরস্ত্র) এস, এম, জামাল উদ্দিন, এএসআই (নিরস্ত্র) মোঃ সেরাফত আলী, এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমান ইং ২৬/০৯/২০২০ তারিখ ২০.১০ ঘটিকার সময় লালপুর থানাধীন এয়ারপোর্ট মোড়ে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিতিত্তে জানতে পারেন যে, লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী বাগানপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শহিদুল আরি (৪৫), পিতা- মৃত জলিল মাষ্টার এর পরিত্যাক্ত মিলের পূর্বপাশে কাঁচা রাস্তায় একজন ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য হেরোইন বিক্রয় করিতেছে। উক্ত সংবাদ এর ভিত্তিতে এসআই (নিরস্ত্র) এস, এম, জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১. (CS1B9) মোঃ রিয়াল (১৯), পিতা- মোঃ বিল্লাল হোসেন স্থায়ী : গ্রাম- পুরাতন ঈশ্বরদী (কুলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১০ পুড়িয়া হেরোইন, ওজন- ০১ গ্রাম, মূল্য অনুমান-৩,০০০/- টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।