জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট থানার কুঠিবাড়ি ব্রীজের উপর রাত্রীকালীন চেকপোষ্ট ডিউটি চলাকালীন সময়ে একটি মোটর সাইকেল তল্লাসী করে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা ১। মোঃ এসএম রুবেল (ডালিম) (৩০),পিতাঃ মোঃ নবীবর রহমান , গ্রাম- খাসপানন্দ,থানা ও জেলাঃ জয়পুরহাট এবং ২। মোঃ আতোয়ার হোসেন (৩৮), পিতা-মোঃ মকবুল হোসেন , গ্রাম- পশ্চিম মাতাপুর(মিলনপাড়া), থানা- আক্কেলপুর , জেলা- জয়পুরহাট।