জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ শহিদুল ইসলাম-২ সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট থানাধীন বিশ্বাসপাড়াস্থ বান্দা বটগাছতলা হইতে ১২০ পিস মাদকদ্রব্য এ্যাম্পল, ওজন ২৪০ মি.লি., মূল্য অনুমান ৯,৬০০/- টাকা সহ ১ . মোঃ হাছেনুর (৩৮), পিতা- মোঃ মোজাম্মেল হক, সাং-কাচারি পাড়া, ২. মোঃ খাইরুল ইসলাম (৪০), পিতা- মোঃ আছির উদ্দিন, সাং- জাইনগর, উভয় থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট- কে গ্রেফতার করেন।