জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ০২ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ শহিদুল ইসলাম-২ সঙ্গীয়  ফোর্সসহ জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত স্বর্ণপট্রির শীব মন্দিরের সামনে পাকা রাস্তার উপর হইতে ১। ৫ (পাঁচ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান ১,০০০/- (এক হাজার) টাকা, ২। ০১টি রেজিঃ বিহীন Kington- KT 80 CC মোটর সাইকেল, মূল্য অনুমান ৮০,০০০/-(আশি হাজার) টাকা  সহ ১। মোঃ জুয়েল @ জোষ্টি(৩২), পিতা- মোঃ এরশাদুল বারী, মাতা- আঞ্জুয়ারা, সাং- কোমরগ্রাম মৌলভীপাড়া, ২। মোঃ নুর মোহাম্মদ(২০), পিতা- মোঃ দিল আলম, সাং- কোমরগ্রাম, উভয় থানা ও জেলাঃ জয়পুরহাট -কে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage