পৌরসভা হইতে এ্যাম্পল উদ্ধার, পাঁচবিবি, জয়পুরহাট

পাঁচবিবি থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি পৌরসভার পাঁচমাথা নামক স্থান হইতে ৯০ পিস এ্যাম্পল উদ্ধার করেন। সেই সময় মাদক উদ্ধার পূর্বক নওগাঁ জেলার মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুম হোসেন (৩৫) পিতা-মৃত ইব্রাহীম মৃধা, সাং-চকদেব ডাক্তারপাড়াকে আটক করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage