জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আক্কেলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু রায়হান গত ২৮-০৩-২০২০খ্র্র্রিঃ তারিখ জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ছোট মোহাম্মদপুর গ্রাম হতে একটি চুরি যাওয়া Bajaj Discover 100cc রেজিঃ নং বগুড়া-হ-১৩-২১২৪ মোটরসাইকেল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার আদমদিঘী থানা এলাকা হতে উদ্ধারসহ মোঃ জাহিদ হাসান @ জাহিদ @ পা কাটা জাহিদ(২০), পিতা-মোঃ ধলু প্রামানিক, গ্রাম-আবাদ পুকুর (উত্তর পাড়া), থানা-আক্কেলপুর, জেলা জয়পুরহাটকে আটক করেন।