জয়পুরহাট পাঁচবিবিতে ফেন্সিডিল ও গাঁজার গাছসহ দুইজন আটক

জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের আটাপাড়া উত্তর গোপালপুর গ্রাম হতে ০৯ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ মোঃ জায়েদ আলী (৪৫), পিতা- মৃত হোসেন আলী, স্থায়ী : গ্রাম- আটাপাড়া (উত্তর গোপালপুর) , থানা- পাঁচবিবি, জয়পুরহাটকে আটক করেন।পৃথক অভিযানে পাঁচবিবি থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রাম হতে ৪২ বোতল ফেন্সিডিলসহ মোঃ বেলাল হোসেন (১৯), পিতা-মোঃ সাহেব আলী সাবু, সাং-পূর্ব রতনপুর, বর্তমান সাং-খোর্দ্দা বাগজানা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে আটক করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage