জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ আরিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কালাই থানার বলিগ্রাম গ্রাম হতে ১৮০ ইয়াবা সহ আসামী ১। মোঃ সাজ্জাদুর রহমান@শামীম(৩৫), পিং-মোঃ নজমুল হক তালুকদার, সাং-মাত্রাই তালুকদারপাড়া, ২। মোঃ মাহবুর রহমান(৪৯), সাং- শিবসমুদ্র উভয়থানা- কালাই, জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন।