জয়পুরহাট ক্ষেতলালে চুরি যাওয়া মিটার উদ্ধারসহ দুইজন গ্রেফতার

জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ক্ষেতলাল থানা ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ চালিত গভীর নলকুপের মিটার চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা- ১।মোঃ আব্দুল হামিদ @ মছির(৪০), পিতা-মৃত মহসিন, গ্রাম-শিবপুর কয়গাড়ী (আবাসন), থানা-ক্ষেতলাল, ২।মোঃ আব্দুর রহিম বুলু(২৫), পিতা-মৃত সিরাজ প্রাং, গ্রাম-ভাটাহার, থানা-দুপচাচিয়া, জেলা-বগুড়া।তাদের জিজ্ঞাসা বাদে বিভিন্ন জায়গা হতে এখন পর্যন্ত ৭টি চুরি করা মিটার উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage