ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক-০৬

ইং ০৯/০৩/২০২০ তারিখ ও ইং ১০/০৩/২০২০ তারিখ পাঁচবিবি থানার এসআই  (নিঃ) মোঃ তোফায়ের হাসান, এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে সর্বমোট ৫০ বোতল ফেন্সিডিল, ৩১০ পিস ইয়াবা সহ ০৬ জনকে আটক করেন।  আটককৃতরা হলেন- ১। মোঃ মনির হোসেন (২৯), পিতা- মোঃ সাহেব আলী সাং-পুটারগোল (পশ্চিম বীরনগর) ,  ২। মোঃ জামাল হোসেন (৪৬), পিতা- মৃত আলী হোসেন সাং- বীরনগর (মোল্লাপাড়া) ,  ৩। মোঃ আনিছুর রহমান @ শিপন (৩২), পিতা- মৃত আবুল হোসেন সাং- দমদমা, সর্ব থানা- পাঁচবিবি, জয়পুরহাট, ৪। মোঃ বাবু (৩১) পিতা-মৃত আবুল কাশেম, সাং-দক্ষিন বাসুদেবপুর (মহিলা কলেজের পার্শ্বে), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর, ৫।  মোঃ রিফাত বিন মুন্না (২০) পিতা-মোঃ আল আমিন, সাং-পূর্ব বালিঘাটা কাদেরপাড়া, ৬। মোঃ আনোয়ার হোসেন আপেল (৩৭), পিতা-মোঃ ছাইফুল ইসলাম, সাং-পাঁচবিবি (বড় নারায়নপুর) উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।







সর্বশেষ সংবাদ
DIG Homepage