লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই মোঃ মেসবাউল হক, এসআই মোঃ সেলিম রেজা, এএসআই মোঃ আকবর আলী, এএসআই মোঃ নাজমুল হোসেন, এএসআই মোঃ শহিদুল ইসলাম ইং ২৬/১১/১৯ তারিখ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও W/A তামিল ডিউটি করাকালে এসআই মোঃ মেসবাউল হক লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার মধুবাড়ী গ্রামস্থ আসামী হাসান আলীর বসত বাড়ী হইতে ৫০ (পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা সহ আসামী ১. (84V8N) মোঃ হাসান আলী (৪৫), পিতা- মৃত মজিবুর রহমান স্থায়ী : গ্রাম- মধুবাড়ী, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন । এই সংক্রান্তে এসআই মোঃ মেসবাউল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এবং এসআই মোঃ সেলিম হোসেন লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা নামক স্থানে জৈনক মোঃ সুমন আলী (৩০), পিতা- মোঃ খায়রত আলী মন্ডল এর গার্মেন্টস এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইত ৩০ (ত্রিশ) পুরিয়া হেরোইন, ওজন- ৩ গ্রাম, সহ আসামী ১. (84V8K) মোঃ নিহারুল ইসলাম ওরফে নিহু (২৫), পিতা- মৃত রহমত আলী স্থায়ী : গ্রাম- পুরাতন ঈশ্বরদী (ইক্ষু সেন্টার) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে এসআই মোঃ সেলিম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।