Police Station Image

About Thana

নওগাঁ সদর থানা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি থানা। নওগাঁ সদর থানার পশ্চিমে মান্দা থানা , উত্তরে বদলগাছী থানা পূর্বে বগুড়া জেলার আদমদিঘী থানা এবং দক্ষিণে রানীনগর থানা অবস্থিত।

নওগাঁ সদর থানার আয়তন ২৭৫.৭৩ বর্গ কিলোমিটার এবং পৌরসভা এলাকার আয়তন ৫৭.০৩ বর্গ কিলোমিটার।

অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনের সময়ে আজকের থানাকে থানা হিসাবে অভিহিত করা হয় । সে সময়ে থানা মূলতঃ অপরাধ দমনের জন্য পুলিশী কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন থানায় উন্নয়ন কর্মকান্ডের ব্যাপক প্রসার হয়, তখন তাকে উন্নয়ন সার্কেল হিসেবে অভিহিত করা হয় । এই উন্নয়ন সার্কেলকে পরবর্তীতে প্রথমে মনোনীত থানা এবং সর্বশেষ থানা হিসেবে নামকরণ করা হয় । নওগাঁ সদর থানা ১৯৪৯ সালে থানা, ১৯৬০ সালে থানা উন্নয়ন সার্কেল এবং ১৯৮৪ সালের ১ মার্চ থানায় পরিণত হয় । এটি নওগাঁ জেলার ২য় বৃহত্তম থানা ।

রাজধানী ঢাকা থেকে থানা সদরের দূরত্ব ২৬০ কিলোমিটার এবং রাজশাহী বিভাগীয় সদর দপ্তর থেকে দূরত্ব ৮০ কিলোমিটার । এই জনপদের নাম নওগাঁ কেন হয়েছিল সে প্রশ্নে প্রচলিত মত এই যে, সন্নিহিত নয়টি চক বা জনবসতির সমন্বয়ে গঠিত 'নওগাঁ’ কালক্রমে পরিবর্তিত হয়ে ' নওগাঁ’ নাম ধারণ করেছে । নওগাঁ বাসীর অনেকেই সংখ্যা উচ্চরণের ক্ষেত্রে নয়কে বলেন 'নও’ বা 'লও’ নওগাঁ সদর থানা মোট ২৩৬ টি মৌজা নিয়ে গঠিত । এর মধ্যে ৩৬ টি মৌজা পৌরসভার অন্তর্ভুক্ত ।

Contact Info

অফিসার ইনচার্জ

০১৭১৩-৩৭৩৮৩৬

ocnao.nao@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত)

০১৭৬৯-৬৯১০৫৫

opsnao.nao@police.gov.bd

ইনচার্জ, ভীমপুর ইনভেস্টিগেশন সেন্টার, সদর মডেল থানা

০১৭৬৯-৬৯১০৭৮

ইনচার্জ, কালীতলা পুলিশ ফাঁড়ি, সদর মডেল থানা

০১৭৬৯-৬৯১০৭৯

ডিউটি অফিসার

০১৭৬৯-৬৯১০৬৭

০৭৪১-৬২২০১