Police Station Image

About Thana

নিয়ামতপুর বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি থানা। উত্তরে নওগাঁ জেলার পোরশা থানা, পূর্বে মান্দা থানা ও মহাদেবপুর থানা, দক্ষিণে রাজশাহী জেলার তানোর থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা এবং পশ্চিমে গোমস্তাপুর থানা ও নাচোল থানা।

গৌড় বাংলার রাজধানী থাকাকালীন সময়ে সেখানে মহামারী দেখা দিলে সেই এলাকা হতে বহু লোক ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। সেই সময় একটি পরিবার বর্তমানে নিয়ামতপুর থানার নিয়ামতপুর গ্রামে এসে বসবাস আরম্ভ করে । তখন এই স্থানের নাম ছিল হোকমাডাংগা । কথিত আছে যে, জনৈক ধর্মপ্রাণ দরবেশ ব্যক্তি এই হোকমাডাংগায় আগমণ করলে নিয়ামতপুরের আদিপুরুষগণ নজর নিয়ামত ও বিভিন খাদ্য সামগ্রী তার সন্মার্থে তৌহফা হিসেবে পেশ করেন। ভোগের রসনা সামগ্রী দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং বলেন যে, যেখানে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন সেই স্থানের নাম সুন্দর হওয়া দরকার। তাই তিনি হোকমাডাংগার পরিবর্তে স্থানটির নাম করণ করেন নিয়ামতপুর।

Contact Info

অফিসার ইনচার্

০১৭১৩-৩৭৩৮৪৩

ocnao.nya@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত)

০১৭৬৯-৬৯১০৬১

opsnao.nya@police.gov.bd

ডিউটি অফিসার

০১৭৬৯-৬৯১০৭৩

০৭৪২৭-৫৬০১২