About Thana
থানা বা ইউনিটের সংক্ষিপ্ত ইতিহাস: গাবতলী থানা ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে ১৯৮৮সালে দ্বি-তল ভবন নির্মিত হয়। থানার ভহমি পুলিশ বিভাগের নিজস্ব সম্পত্তি যাহা গোবতলী মৌজার জেএল নং ১৪৩, খতিয়ান নং- ৫১৫, হাল দাগ নং- ৮৯৯, জমির পরিমান ৩.৪৮ একর। গাবতলী থানা ২০০৭ সালে মডেল থানা হিসাবে অনুমোদন লাভ করে এবং থানা ভবনের পশ্চিম- দক্ষিণ কোনে মডেল থানার নতুন দ্বি-তল ভবন নির্মিত হয়।
থানা ইউনিটের লোকেশন/ জিপিএস ইনফরমেশন: গাবতলী পৌরসভার অমর্ত্মগত পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন থানা অবস্থিত
ফাড়ি বা বিট এর তথ্য: গাবতলী মডেল থানাধীন তিনটি ইউনিয়ন যথাক্রমে মহিষাবান, নশিপুর, বালিয়াদিঘী ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ২০০৯ সালে বাগবাড়ী পুলিশ তদমত্ম কেন্দ্র নামে একটি তদমত্ম কেন্দ্র স্থাপিত হয়।
টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার ও ই-মেইল এ্যাড্রেস: ০৫০২৫-৭৫৫০০২, মোবাইল নং- ০১৭১৩-৩৭৪০৬৪ (অফিসার ইনর্চাজ) ই-মেইল- ocgabtalibogra@police.gov.bd
জনবলের তালিকা : সহকারী পুলিশ সুপার ০১, পুলিশ পরিদর্শক(নিঃ) ০৩, এসআই (পুরম্নষ) ১৭, নারী এসআই ০১, এএসআই(পুরম্নষ) ১১, নারী এএসআই ০১, কনষ্টেবল (পুরম্নষ) ৪১, নারী কনষ্টেবল ০৪, বাবুর্চী ০১, পরিচ্ছন্ন কর্মী ০১।
Contact Info
অফিসার ইনচার্জ
০১৭১৩-৩৭৪০৬৪
ocgabtalibogra@police.gov.bd
ইন্সপেক্টর (তদন্ত)
০১৭৬৯-৬৯৩৩২৮
ডিউটি অফিসার
০১৭৩৯-৯৯৭৪০০
০৫০২৫-৭৫০০২
ইনচার্জ, বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, গাবতলী মডেল থানা
০১৭৬৯-৬৯৩৩৪২