Police Station Image

About Thana

থানার সংক্ষিপ্ত ইতিহাসঃ ঐতিহাসিক পটভুমিঃ ১৭৫৭সালে  সুবে বাংলার শাসন কতৃত্ব ইংরেজদের হাতে যাওয়ায় ১৭৯৩ সালে লটকর্ণওলিস মোগল প্রবর্তিত সরকার ও পরগোনা ব্যবস্থা ভেঙ্গে জেলা প্রসাশন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সমগ্র বাংলাকে ২৮টি জেলায় রম্নপামত্মর করে প্রতিটি জেলার বিচারকার্য সম্পাদনের জন্য ০১জন করে জেলা জজ নিযূক্ত করেন। জজগণের অধিনে ০১জন রেজিষ্ট্রার ও কয়েকজন মুন্সেট নিযুক্ত হন এবং শামিত্ম রক্ষার নিমিত্তে কয়েক ক্রোশ অমত্মর অমত্মর এক একটি থানা সংস্থাপিত হয়ে তার ভার এক একজন দারোগার হাতে সমর্পিত হয়। তখন ধুনট নামে কোন প্রসাশানিক কেন্দ্র(পুলিশ থানা) ছিল না। ১৮২১ সালে রাজশাহী জেলা হতে আদমদিঘী,শেরপুর নৌখিলা ও বগুড়া থানা এবং রংপুর জেলা হতে দেওয়ানগঞ্জ ও গোবিন্দগঞ্জ থানা এবং দিনাজপুর জেলা হতে লালবাজার ক্ষেতলাল ও বদলগাছী থানা নিয়ে সর্বসমেত ০৯টি থানা দ্বারা বগুড়া জেলা গঠিত হয়। উলেস্নখ্য ১৭৯৩ সালে থানা সংস্থাপনের সময় উক্ত থানাগুলি স্থাপিত হয়। ১৮৬৮ সালে লালবাজার পুলিশ থানা পাঁচবিবিতে এবং মানাস নদী ভরাট হয়ে যাওয়ায় ২০ই মার্চ তারিখে নৌখিলা পুলিশ থানা সারিয়াকান্দিতে স্থাপিত হয়। ১৮৬৯ সালে রায়গঞ্জ থানা পাবনার(বর্তমান সিরাজগঞ্জ জেলা) সংযুক্ত হলে উক্ত সনের ২৩ সেপ্টেম্বর ধুনটে একটি পুলিশ ফাঁড়ী স্থাপিত হয়। থানা সদর দপ্তরটি ধুনট মৌজাতে স্থাপিত হওয়ায় ধুনট মৌজার নামেই নামকরণ হয় ধুনট থানা। পরবর্তীতে কুঠিবাড়ী নিবাসী বাবু বিকে চন্দ্রের(বিন্দাবন কৃষ্ণচন্দ্র)নিকট হতে ধুনট মৌজার ০৬ নং শীটে ৬৪৮৪ নং দাগে ১.৭৩ একর জমি অধিগ্রহণ করে উক্ত জমির উপর ২৭ জুন ১৯২৩ খ্রিষ্টাব্দে কলকাতা গেজেট জনবল ২৫ এর মাধ্যমে ধুনট থানা প্রতিষ্ঠিত হয়। ধুনট থানার ভূমির বর্ণনাঃ-জেলা-বগুড়া, থানা-ধুনট, মৌজা-ধুনট, জেএল নং-৩৭, সিএস খতিয়ান নং-৯৫৬,সিএস দাগ নং-৬৪৮৪,আরএস খতিয়ান নং-৫২৩৭, আরএস দাগ নং-৮৭৭৬,হাল খতিয়ান নং-৫২৩৭, হাল দাগ নং-৮৭৭৬, হোল্ডিং নং-৫০২১,জমির মোট পরিমান ১.৭৪ একর। উলেস্নখিত জমির মালিক পূর্ব প্রাক প্রদেশ,পক্ষে পুলিশ ডিপার্টমেন্ট।

১৯৬২খ্রিঃ ধুনট মৌজার ৫নং শীটে ১৩টি দাগে বঙ্গবিহারী ও সতিশচন্দ্র সাহা সহ অন্যান্য মালিকদের নিকট হতে আরো ১০.০৬ একর জমি অধিগ্রহন করে উক্ত জমির উপর প্রসাশনিক থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সালে উক্ত প্রসাশনিক থানা মান উন্নত থানা এবং ২৪ মার্চ ১৯৮৩ সালে উক্ত মান উন্নিত থানা উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়।

নামকরণঃ ধুনট থানার নামকরণ নিয়ে অনেক কল্প কাহীনি কিংবদমিত্ম ও জনশ্রম্নতির প্রচলন পরিলক্ষিত হয়। পূর্বে ধুনট এলাকাটি জলমগ্ন ছিল। এই জলমগ্ন এলাকায় প্রায়ই নৌ ডাকাতি হত এবং মহাজন ও বণিকসহ জনগণের ধন-সম্পদ লুটপাট হত। এই ধন-সম্পদ লুট থেকেই স্থানটির নামকরণ হয়েছে ধুনট। অন্যমতে ১৭৯৩ সালে ধুনট রেশম কুঠিকে বগুড়া জেলার প্রধান কুঠি হিসাবে উদ্বোধনকালে ০৬ জন ক্ষেতনামা ইংরেজ সাহেব অনুষ্ঠানে যোগদান করেন। তাদের প্রত্যেকের নামের আদ্যক্ষর দিয়ে কুঠির নাম রাখেন(ধুনট)DHUNAT। যেমন-D=dumble, H=harriel,U=urien,N=new  house, A=antonio, T=T.c. cuidi। এই  DHUNAT নাম থেকেই পরবর্তীতে স্থান থানা ও উপজেলার নাম হয়েছে ধুনট।

এছাড়া ইংরেজি ০৬টি অক্ষর দিয়ে DHUNAT শব্দ গঠিত। যেমন-D=dacoity, H=happen, U=unarmed, N=navalbese,A=acqurire,T=trasuar dacoity happen when the unarmed merchants of the navalbese woult acqurire trasuaer এরম্নপ ধন-সম্পদ লুটের ঘটনা হতে উক্ত স্থানের নাম ধুনট এবং থানা ও উপজেলার নাম ধুনট হয়েছে।

থানা ইউনিটের লোকেশন/জিপিএস ইনফরমেশনঃ অবস্থানঃ বগুড়া জেলা শহর হতে ৩৫ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে ২৪৭.৭৫ বর্গমিলোমিটার এলাকা জুড়ে ধুনট থানার অবস্থান। ইহা ভৌগলিক অবস্থান গত দিক থেকে ২৪.৪৬’’ ইঞ্চি  এবং ২৫.০১’’ইঞ্চি উত্তর অংশের মধ্যে ৮৯.২২’’ইঞ্চি এবং ৮৯.৩৩’’ইঞ্চি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

চতুরসীমা-উত্তরে সারিয়াকান্দি ও গাবতলী উপজেলা,দক্ষিণ ও পূর্বে-সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও কাজিপুর উপজেলা, পশ্চিমে-শাহজাহানপুর ও শেরপুর উপজেলা এই চতুরসীমা পরিবেষ্টিত উর্ভর ভুখন্ডিটি আধুনিক ধুনট থানা/উপজেলা। যমুনা নদী এই থানা/উপজেলার পূর্ব সীমানায়  অবস্থান করে কাজিপুর উপজেলা ও জামালপুর জেলা হতে এবং বাঙ্গালী নদী পশ্চিম সীমায় অবস্থান করে শাহজাহানপুর ও শেরপুর উপজেলা/থানা হতে বিচ্ছিন্ন করেছে। ধুনট মৌজার, ধুনট পৌরসভার সোনাহাটা পাকা রাসত্মা এবং ধুনট সারিয়াকান্দি পাকা রাসত্মার হাসপাতাল সোনাহাটা পাকা রাসত্মার সংলগ্ন এবং ধুনট সাব-রেজিঃ অফিস সংলগ্ন থানা ভবন। আয়তন-২৪৭.৭৫ বর্গ কিঃ মিঃ লোক সংখ্যা-৩,৪৫,৩৭৪ জন।

ফাঁড়ি বা বিট এর তথ্যঃ  নাই।

মোবাইল, টেলিফোন নম্বর, বা ই-মেইল নম্বরঃ ০১৭১৩-৩৭৪০৭০,  টেলিফোন-নাই। ocdhunatbogra@police.gov.bd

জনবলের তালিকাঃ অত্র থানায় মঞ্জুরীকৃত অফিসার ও ফোর্সের সংখ্যা,পুলিশ পরিদর্শক ০২ জন  এসআই পুরুষ ও মহিলা মোট-১০জন, এএসআই পুরুষ ও মহিলা মোট ০৮ জন ও কনস্টেবল পুরুষ-২৫ জন মহিলা-০৫ জন।

বর্তমানে অত্র থানায় পুলিশ পরিদর্শক (নিঃ) ০২ জন, এসআই (নিঃ) পুরম্নষ ০৩ জন, এএসআই (নিঃ) পুরম্নষ ও মহিলা-০৭ জন, পুরম্নষ ও নারী  কনস্টেবল ২০ জন কর্মরত আছেন।

Contact Info

অফিসার ইনচার্জ

০১৩২০-১২৬৮২৫

ocdhunatbogra@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত)

০১৩২০-১২৬৮২৬

ডিউটি অফিসার

০১৩২০-১২৬৮৩০

০৫০২৩-৫৬১২১

ocdhunatbogra@police.gov.bd