About Thana
থানার সংক্ষিপ্ত ইতিহাস: শাজাহানপুর থানা ২০/১২/২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বগুড়া সদর থানা ভেঙ্গে শাজাহানপুর থানার সৃষ্টি হয়। অত্র থানাটি বগুড়া জেলা হইতে ১০ কিঃ মিঃ দক্ষিণ দিকে বগুড়া-ঢাকা মহাসড়ক সংলগ্ন শাজাহানপুর উপজেলার অমত্মর্গত জেএল নং-১৭৯, মৌজা নং-১৭৯ (সাজাপুর), খতিয়ান নং-৭৩, সিএস দাগ নং-৪০৯৫, ৪০৯৬, ৪০৯৭, ৪০৯৮, ৪১০০, ৪১০৪, ৪১০৫, ৪১০৬ এবং হাল দাগ নং-৫৫১৬ এর .১৮ একর, দাগ নং-৫৫১৭ এর .১০ একর, দাগ নং-৫৫১৮ এর .৭২ একর, সর্বমোট-১.০০ একর। উলেস্নখিত পরিমানের জমি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্মারক নং-স্বঃ মঃ পূনঃ-৩/ভূমি-১৮/২০০৫/১০৫৩ তাং-১২/১০/২০০৫ খ্রিঃ এল.এ.কেস নং১১/ শাজাহানপুর থানা/২০০৭ মূলে অধিগ্রহণ হইয়াছে। গণপূর্ত বিভাগ কর্তৃক উক্ত জমির উপর সর্বমোট ৫৬৮.৩৯ লক্ষ টাকা ব্যয়ে ৬ তলা ভিত বিশিষ্ট ৪র্থ তলা ভবন নির্মিত হইয়াছে। বিল্ডিং এলাকায় প্রধান ফটক সহ তারকাটা বেষ্টিত সীমানা প্রাচীর আছে। ৪ তলা থানা ভবনের নিচ তলায় নারী ও শিশু নির্যাতন ডেস্ক, সার্ভিস ডেলিভারী সেন্টার, অফিসার ইনচার্জ কক্ষ, ইন্সপেক্টর (তদমত্ম) কক্ষ, কনফারেন্স রম্নম, ডাইনিং রম্নম, বেতার কক্ষ ও কম্পিউটার রুম রয়েছে। ২য় তলায় ওয়েটিং কাম ইন্সপেকশন রম্নম, ইন্সপেক্টর-২ কক্ষ, এসআই গণের অফিস কক্ষ, ডিউটি অফিসার কক্ষ, ফাস্ট এইড রম্নম, অস্ত্রাগার, পুরম্নষ ও নারী হাজত খানা, অবজারভেশন রম্নম রয়েছে। ৩য় তলায় মালখানা, রেকর্ড শাখা, ডিবি/ডিএসবি কক্ষ, এএসআই অফিস কক্ষ ও মহিলা ব্যারাক রয়েছে। ৪র্থ তলায় চিত্তবিনোদন কক্ষ, নামাজ ঘর, পুরুষ ব্যারাক রয়েছে। এছাড়া প্রত্যেক তলায় একটি বাথরম্নম রয়েছে। এই থানা ভবনটি গত ১৪/০৬/২০১৭ ইং তারিখ কার্যক্রম পরিচালনার জন্য উব্দোধন হয়। থানা ভবনের পাশাপাশি সু সজ্জিত ফুলের বাগান, ফোয়ারা, শাক সবজির বাগান, রিসিপসন ইত্যাদি মিলে শাজাহানপুর থানাটি একটি দৃষ্টিনন্দন স্থাপনা। বাথানার সীমানার মধ্যে থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসারদের কোন কোয়ার্টারের ব্যবস্থা না থাকায় তাহারা ব্যক্তিগত ব্যবস্থাপনায় বাহিরে বাসা ভাড়া লইয়া অবস্থান করিতেছেন।
থানা ইউনিটের লোকেশন/ জিপিএস ইনফরমেশন: শাজাহানপুর উপজেলার অমত্মর্গত জেএল নং-১৭৯, মৌজা নং-১৭৯ (সাজাপুর), খতিয়ান নং-৭৩, সিএস দাগ নং-৪০৯৫, ৪০৯৬, ৪০৯৭, ৪০৯৮, ৪১০০, ৪১০৪, ৪১০৫, ৪১০৬ এবং হাল দাগ নং-৫৫১৬ এর .১৮ একর, দাগ নং-৫৫১৭ এর .১০ একর, দাগ নং-৫৫১৮ এর .৭২ একর, সর্বমোট-১.০০ একর।
শাজাহানপুর থানা এলাকার আয়তন-৫৪.৫৮৭ বর্গ কিঃ মিঃ (ক্যান্টনমেন্টসহ) লোক সংখ্যা-২,৮৯,৮০৪ জন।
জুডিসডিকশন ম্যাম ও এলাকার নাম অত্র সাথে সংযুক্ত
ফাঁড়ি বা বিট এর তথ্য: অত্র থানার অধীনে কৈগাড়ী পুলিশ ফাঁড়ী নামে একটি পুলিশ ফাঁড়ী আছে।
মোবাইল, টেলিফোন নম্বর, বা ই-মেইল নম্বর ওসি, শাজাহানপুর থানা-০১৭১৩-৩৭৪০৭২, টেলিফোন-নাই।
ইন্সপেক্টর (তদন্ত), শাজাহানপুর থানা-০১৭৬৯-৬৯৩৩৩৭
ডিউটি অফিসার, শাজাহানপুর থানা- ০১৭৭৭-৭৭৩৪৮৪
ইনচার্জ, কৈগাড়ী পুলিশ ফাঁড়ী, শাজাহানপুর থানা-০১৭৬৯-৬৯৩৩৫২
ocshajahanpurbogra@police.gov.bd
জনবলের তালিকা অত্র থানায় মঞ্জুরীকৃত অফিসার ও ফোর্সের সংখ্যা পরিদর্শক ০২ জন এসআই ১০ জন, এএসআই পুরম্নষ ও মহিলা মোট ০৮ জন ও কনস্টেবল পুরম্নষ ৩৮ জন।
বর্তমানে অত্র থানায় পরিদর্শক (নিঃ) ০২ জন, এসআই (নিঃ) পুরম্নষ ১৩ জন,(তিন জন বিভাগীয় এসআইসহ) এএসআই (নিঃ) পরম্নষ-০৮ জন, মহিলা-০১, নারী কনস্টেবল-০৮ জন ও পুরম্নষ কনস্টেবল ২৬ জন কর্মরত আছেন।
Contact Info
অফিসার ইনচার্জ
০১৩২০১২৬৮৭৭
ocshajahanpurbogra@police.gov.bd
ইন্সপেক্টর (তদন্ত)
০১৩২০১২৬৮৭৮
ডিউটি অফিসার
01320126882
০৫১-৬৮০৭৪