Navigation Bar
Police Station Image

About Thana

এনায়েতপুর সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগের একটি শহর। এনায়েতপুর যমুনা নদীর তীরে ঢাকার প্রায় ১৩৭ কিলোমিটার (৮৫ মাইল) উত্তর-পশ্চিমে যমুনা সেতুর কাছে অবস্থিত। ২০০০ সালে শাহজাদপুর উপজেলার দুইটি ইউনিয়ন, চৌহালী উপজেলার দুইটি ইউনিয়ন বেলকুচি উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় এনায়েতপুর থানা।

এনায়েতপুর শাহ সুফি খাজা ইউনূস আলী এনায়েতপুরী নামে ইসলামী ধর্ম প্রচারকের জন্য বিখ্যাত। তাতের তৈরী কাপড় এই এলাকার একটি বিশেষত্ব। শাড়ী (মহিলা পোষাক) এবং লুঙ্গি (পুরুষ পোষাক) উৎপাদন এই অঞ্চলের প্রধান শিল্প। এনায়েতপুর থানার অন্তর্ভুক্ত গ্রামগুলি হলো গোপালপুর, রূপনাই, খোুকনি, এবং গোপিনাথপুর উল্লেখযোগ্য।

১০০০ বিছানা বিশিষ্ট সুপারস্পেসিশাইজড খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সিরাজগঞ্জ জেলা পাশাপাশি বাংলাদেশের পশ্চিম অংশে পশ্চিমা মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করে।

Contact Info

অফিসার-ইনচার্জ, এনায়েতপুর থানা, সিরাজগঞ্জ

০১৩২০-১২৯৮৭৬

ocsir.ena@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত), এনায়েতপুর থানা সিরাজগঞ্জ

01320-129877

opssir.ena@police.gov.bd

https://www.google.com/maps/place/Enayetpur+Police+Station/@24.2218644,89.7010534,15z/data=!4m8!1m2!2m1!1shttps:%2F%2Fwww.google.com%2Fmaps%2Fembed%3Fpb%3D*211m17*211m11*211m3*211d3*212d89.6969549902202*213d24.22413438841315*212m2*211f0*212f90*213m2*211i1024*212i768*214f75*213m3*211m2*211s0x39fdde1cf4c39cf7%253A0x6bc06f739c8eb576*212sEnayetpur%2BPolice%2BStation*215e0*213m2*211sen*212sbd*214v1551548673944%22+width%3D%22100%25%22+height%3D%22300%22+frameborder%3D%220%22+style%3D%22border:0%22+allowfullscreen%3E%3C%2Fiframe%3E!3m4!1s0x0:0x6bc06f739c8eb576!8m2!3d24.2241344!4d89.696955