Navigation Bar
Police Station Image

About Thana

থানা বা ইউনিটের সংক্ষিপ্ত ইতিহাস: কেউ কেউ বলছেন জমিদার নন্দি বাবুর নাম থেকেই নন্দীগ্রাম নামকরণ হয়েছে। আবার অনেকে এ কথাকে উড়িয়ে দিয়ে বলেছেন নাটোরের পাগলা রাজা মুকুটের দ্বিতীয় স্ত্রী নন্দিতার নাম থেকে প্রথমত নন্দিতার গ্রামঅ পরবর্তীতে নন্দীগ্রাম নামকরণ করা হয়েছে। সে যেই হউক নন্দি বাবুই হউক তাদের নাম অনুসারেই নন্দীগ্রামের নাম করণ হয়েছে বলে অনুসন্ধানকালে এটা নিশ্চিত করেছেন এ উপজেলার বয়স্ক ব্যক্তিরা। ১৯২০ সালে উত্তরাঞ্চলের মাঠ জরিপ কাজ শুরু হয়। জরিপ চলাকালে কি নামে মাঠ জরিপের কাজ শেষ করা হবে তা নিয়ে দেখা যায় বিভিন্ন মত পার্থক্য আর সংসয়। সেই সময়ের নাটোরের পাগলা রাজা  মুকুটের স্ত্রী নন্দিতা রাণীর নাম অনুসারে ও অঞ্চলের নাম নন্দীগ্রাম করে মাঠ জরিপের কাজ শেষ করা হয়েছিল। ১৯৩০ সাল পর্যন্ত এ অঞ্চলটি নাটোরের বর্তমানে সিংড়া উপজেলার অধীনে ছিল।  
১৯৩১ সালে সিংড়া থানার অধীনে নন্দীগ্রাম অঞ্চলের গল মানুষের জানমাল রক্ষার্থে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। সেখান থেকেই নন্দীগ্রামের যাত্র শুরু। এরপর এ অঞ্চলের মানুষ নন্দীগ্রাম পুলিশ ফাঁড়িকে পৃথক থানা হিসাবে পেতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেমে পড়ে। গনমানুষের আন্দোলনের মূখে ১৯৩৫ সালে পুলিশ ফাঁড়িকেথানায় রুপান্তর করা হয় এবং বগুড়া জেলার অর্ন্তভূক্ত থানা হিসাবে বিভাজন করা হয়েছিল। সেই থেকে নন্দীগ্রাম থানার আলাদা কার্যক্রম শুরু হয়। ১৯৮৬ সালে থানাকে উপজেলায় রুপান্তরিত করা হয়। 
 বগুড়া জেলা সদর থেকে পশ্চিমে ৩৫ কিলোমিটার দূরে এবং ভৌগলিক ২৪.৪৩ ও ২৪.৫২ অক্ষাংশ এবং ৮৮.৫৮ ও ৮৯.১০ দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে আদমদীঘি উপজেলার অবস্থান।
 এ উপজেলার উত্তরে বগুড়া জেলার শাজাহানপুর থানা, দক্ষিণে নাটোর জেলার সিংড়া থানা, পূর্বে বগুড়া জেলার শেরপুর থানা এবং পশ্চিমে বগুড়া জেলার কাহালু থানা দ্বারা পরিবেষ্টিত।
 এ উপজেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য উদ্বৃত্ত এলাকা। 
 থানা ইউনিটের লোকেশন/জিপিএস ইনফরমেশন-বগুড়া টু নাটোর মহাসড়ক হইতে কোয়াটার কিলোমিটার পশ্চিমে নন্দীগ্রাম উপজেলার দক্ষিন পার্শ্বে নন্দীগ্রাম থানা অবস্থিত। আয়তন ২৬৫.২২ বর্গ কিঃমিঃ জন সংখ্যা-১,৮৭,৯৪০জন । 


 জুরিসডিকশন ম্যাপ ও এলাকার নাম-অত্র সাথে সংযুক্ত। 


 ফাঁড়ি বা বিট এর তথ্য:
কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র বিট নম্বর
 এলাকার নাম                বিট নম্বর
কুমিড়া পন্ডিতপুকুর            নাই

পুলিশ পরিদর্শক    এসআই(নিঃ)    এএসআই(নিঃ)    কনস্টেবল    নারী কনস্টেবল   
     0১        0১                0১                    ১৫                    -                    -

   মোবাইল নাম্বার                        ই–মেইল এ্যাড্রেস
    ০১৭১৩-৩৭৪০৭১    ocnandigrambogra@police.gov.bd


জনবলের তালিকা :     
পুলিশ পরিদর্শক    এসআই(নিঃ)    এএসআই(নিঃ)    কনস্টেবল    নারী কনস্টেবল    ঝাড়ুদার
        02                        04                        05                    ২২                0৭                     01

Contact Info

অফিসার ইনচার্জ

০১৭১৩-৩৭৪০৭১

ইন্সপেক্টর (তদন্ত)

০১৭৬৯-৬৯৩৩৩৬

ডিউটি অফিসার

০১৭৪১-০৯৮৭০৮

০৫০২৭-৭৬০১০

ইন্সপেক্টর, কুমিরা ইনভেস্টিগেশন সেন্টার, নন্দীগ্রাম থানা

০১৭৬৯-৬৯৩৩৪৪