থানা বা ইউনিটের সংক্ষিপ্ত ইতিহাস: দূর্গাপুর থানাটি ১৯৮৩ সালে স্থাপিত। থানার ভূমি ও ইমারত পুলিশ বিভাগের নিজস্ব সম্পত্তি। ১৯৮৩ সালে থানা ভবন দূর্গাপুর কালিদহ মৌজায় স্থাপিত হয়। উক্ত ৭৪ নং মৌজার ৭২৫, ৭২৬ নং দাগে .৮৮ একর জমির উপর থানা ভবন অবস্থিত।
থানা ইউনিটের লোকেসন/জিপিএস ইনফরমেশন: কালিদহ,রাজশাহী।
জুরিসডিকশন ম্যাম ও এলাকার নাম : পশ্চিমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পূবে ইউসুফ এর ধানের মিল ও চাতাল, উত্তরে আয়নালের বাড়ী, দক্ষিনে হোজা নদী। থানার চার পার্শ্বে পাকা বাউন্ডারী ওয়াল ও দক্ষিন-পশ্চিম কোনে সামান্য ফাঁকা আছে।
ফাঁড়ি বা বিট এর তথ্য: নাই।
অফিসার ইনচার্জ, দূর্গাপুর থানা
০১৩২০-১২২৭২৪
০৭২২৪-৫৬০০৪
০৭২২৪-৫৬০০৪
ocraj.dur@police.gov.bd