থানা বা ইউনিটের সংক্ষিপ্ত ইতিহাস: পুঠিয়া থানাটি ১৮৬১ সালে স্থাপিত। থানার ভূমি ও ইমারত পুলিশ বিভাগের নিজস্ব সম্পত্তি। ১৮৬৯ সালে থানা ভবন কাঁঠালবাড়ীয়া মৌজায় স্থাপিত হয়। উক্ত মৌজার ৭৩৭ নং দাগে ৩৪ শতাংশ, ৭৩৮ নং দাগে ৫৬ শতাংশ, ৬৮২ নং দাগে ৩৪ শতাংশ, ৬৮৪ নং দাগে ৫১ শতাংশ মোট ১ একর ৭৫ শতাংশ জমির উপর থানা ভবন অবস্থিত।
থানা ইউনিটের লোকেসন: কাজিপাড়া, পুঠিয়া, রাজশাহী।
জুরিসডিকশন ম্যাপ ও এলাকার নাম: পশ্চিমে পাকা রাস্তার এবং পোস্ট অফিস, পূর্বে পুকুর, উত্তরে পুকুর, দক্ষিনে বসত বাড়ী। থানার চার পার্শ্বে পাকা বাউন্ডারী ওয়াল। কাজিপাড়া, পুঠিয়া, রাজশাহী।
ফাঁড়ি বা বিট এর তথ্য: পুঠিয়া থানায় ০৫ নং শিলমাড়িয়া ইউপি,সাধনপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে।
অফিসার ইনচার্জ, পুঠিয়া থানা
০১৩২০-১২২৬৭২
০৭২২৮-৫৬১০৩
০৭২২৮-৫৬১০৩
puthiaps@gmail.com
ইন্সপেক্টর (তদন্ত), পুঠিয়া থানা
০১৩২০-১২২৬৭৩
০৭২২৮-৫৬১০৩
০৭২২৮-৫৬১০৩
puthiaps@gmail.com