মামলা তদন্ত ও তদারকি বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা

০১ সেপ্টেম্বর, ২০১৯

অদ্য ৩১-০৮-২০১৯ খ্রি. ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টার, রাজশাহীতে দুইদিন (৩০ ও ৩১ আগস্ট/২০১৯) ব্যাপী মামলা তদন্ত ও তদারকি বিষয়ক কর্মশালার সমাপনী শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব এ কে এম হাফিজ আক্তার বিপিএম(বার) স্যার। এসময় উপস্থিত ছিলেন উক্ত কর্মশালার মুখ্য আলোচক সিআইডি হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ জসিম উদ্দিন স্যার, বিশেষ অতিথি রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আবু আহম্মদ আল-মামুন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ মনিরুল ইসলাম। উক্ত কর্মশালায় রাজশাহী রেঞ্জের সার্কেল অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ সর্বমোট ৫৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। মূলত মামলা তদন্ত ও তদারকি কার্যক্রমকে আরো বেশি কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।







সর্বশেষ সংবাদ