তানোর থানা পুলিশ কর্তৃক জিআর পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার

২৭ ডিসেম্বর, ২০২৪

মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায়, তানোর থানা পুলিশ কর্তৃক, তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানাভুক্ত আসামী ০১। সম মার্ডি, পিতা-মৃত শিমু মার্ডি, স্থায়ী: গ্রাম- রাতৈল আদিবাসিপাড়া , উপজেলা/থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশ এবং আসামী ২। প্রানশিষ হাসদা, পিতা-জোহান হাসদা, স্থায়ী: গ্রাম- কৃষ্ণপুর গুড়ইল , উপজেলা/থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশদ্বয়কে গ্রেফতার পূর্বক ইং ২৭/১২/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।







সর্বশেষ সংবাদ