তানোর থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ০৩ জন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ০২ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ০২জন আসামী গ্রেফতার।
১০ নভেম্বর, ২০২৪
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায়, তানোর থানা পুলিশ কর্তৃক, তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া তানোর থানার মামলা নং-০৮, তারিখ- ০৯/১১/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় আসামী ১। শ্রী দুলাল ওরফে ঝড়ু বর্মন (৪৮), পিতা- মৃত বাঘু বর্মন, মাতা- মৃত ফাস্টোবালা বর্মন, গ্রাম- গোল্লা গৌরিপুর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ৫০ গ্রাম গাঁজা, তানোর থানার মামলা নং-০৯, তারিখ- ০৯/১১/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় আসামী ২। মোঃ লুৎফর রহমান (৫৫), পিতা- মোঃ তৈমুর রহমান, সাং- সল্লাপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী, ৩। মোঃ এরশাদ আলী (৪০), পিতা- মৃত মোফাজ্জল হক, সাং- সল্লাপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীদ্বয়কে ২০ লিটার চোলাইমদসহ এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত (সিআর নং-৬৭/১৯) আসামী ৪। মোসাঃ সাগরী বেগম, জং- মোঃ সাদেকুল ইসলাম, গ্রাম- দেউতলা, থানা- তানোর, জেলা- রাজশাহী, (সিআর নং-৩৬/২৪) আসামী ৫। মোঃ আব্দুল বারিক, পিতা- মোঃ সাজ্জাদ আলী, গ্রাম- শ্রীখন্ডা, থানা- তানোর, জেলা- রাজশাহী, সিআর পরোয়ানাভুক্ত (সিআর নং-২১৩/২৪) আসামী ৬। মোঃ জামাল উদ্দিন (৪৫), পিতা- ফয়েজ উদ্দিন, গ্রাম- দুবইল, থানা- তানোর, জেলা- রাজশাহী এবং (সিআর নং-২১৩/২৪) আসামী ৭। মোঃ মোসলেম আলী (৪৫), পিতা-মৃত হামেদ আলী, গ্রাম- দুবইল, থানা- তানোর, জেলা- রাজশাহীগনসহ সর্বমোট= ০৭(সাত)জন আসামীকে গ্রেফতার পূর্বক ইং ১০/১১/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।