তানোর থানা পুলিশের পৃথক দুই অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

৩০ অক্টোবর, ২০১৯

তানোর থানা পুলিশ কতৃক পৃথক ২ মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন । সোমবার ২৮ শে অক্টোবর ২০১৯ ইং দুপুর পৌণে ৩ টার দিকে থানার এএসআই শ্রী পলাশ রায় ও এএসআই চন্দন কুমারের নেত্রীত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার কাশেম বাজারস্থ জারা ফিলিং স্টেশনের সামনে থেকে আসামি ১। মোঃ লিটন আলী ওরফে আকাশ(২৮), পিতা- মোঃ সাইদুর রহমান, ২। মোঃ সাজু হোসেন(২১), পিতা- মোঃ আঃ রাজ্জাক, উভয়ের গ্রাম- আমরাইল, থানা- মোহনপুর , জেলা- রাজশাহীদেরকে (৩০+২০)= ৫০ পিচ ইয়াবাসহ আটক করেন। তাদেরকে পরস্পর যোগ সাজসে অবৈধ ভাবে বিক্রয়ের উদেশ্যে এ্যামফিটামিল যুক্ত ইয়াবা ট্যাবলেট নিজ নিজ দখলে রাখার অপরাধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক ৩৬(১)এর ১০(ক)/৪১ ধারায় উভয়কে মামলা দেয় হয়।

অপরদিকে,  মঙ্গলবার ২৯ শে অক্টোবর ২০১৯ইং বেলা ১২ টার দিকে এসআই মোঃ গোলাম মোস্তফার নেত্রীত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামির বসত বাড়ির সামনে থেকে আসামি মোঃ আবুল হাসান(২৭), পিতা- মৃত: আব্দুল হান্নান, গ্রাম- মোহর(উত্তর পাড়া), থানা- তানোর, জেলা- রাজশাহীকে ১১ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাকে অবৈধ ভাবে বিক্রয়ের উদেশ্যে ইয়াবা ট্যাবলেট নিজ দখলে রাখার অপরাধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক ৩৬(১)এর ১০(ক) ধারায় মামলা দেয় হয়।







সর্বশেষ সংবাদ