রাজশাহী জেলার পুলিশ সুপার ''গুজব'' সংক্রান্তে জেলার সকল কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ
২৮ অক্টোবর, ২০১৯
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যাতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে সে বিষয়ে জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ বিপিএম পিপিএম মহোদয়।
২৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ নির্দেশনা দেন তিনি।
রাজশাহীতে মাদক-জঙ্গিবাদবিরোধী অভিযান আরও জোরদার করার জন্যও থানার ওসিদের বিশেষ নির্দেশনা দেন। গণমুখী পুলিশিং নিশ্চিত করা ও সাধারণ জনগণ যাতে থানায় গিয়ে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানানো হয়। এছাড়া জেলা পুলিশের সব ইউনিটের আইন-শৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার।
সকালে রাজশাহী পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহী জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের মাসিক কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।