রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৩ কেজি হেরোইন-সহ গ্রেফতার ১
২১ অক্টোবর, ২০২৪
গত ১৭-১০-২০২৪ খ্রিঃ রাত্রী ০৩.৩০ ঘটিকায় রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান এর সার্বিক দিকনির্দেশনা ও প্রত্যক্ষ মনিটরিং এর মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা, রাজশাহীর অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি টিমের সহায়তায় এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল করিম, এএসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুবুর রহমান, কনস্টেবল/৬৯০ শেখ মোঃ রাকিব, কনস্টেবল/১৬৬৪ মোঃ হালিম উদ্দিন, নারী কনস্টেবল/১০৩৩ মোছাঃ মুসলেমা খাতুন ও ড্রাইভার কনস্টেবল/৭৮৬ মোঃ মাসুদ রানাসহ গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড়া গ্রামস্থ পলাতক আসামী মোঃ মতিউর রহমান(৩৮), পিতা-মোঃ আনিস উদ্দিন এর বসত বাড়ীর ০৪ কক্ষ বিশিষ্ট টিনের ছাপড়া ঘরের দক্ষিণ পার্শ্বের শয়ন কক্ষের ভিতর সে এবং তার স্ত্রী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২নং আসামী শয়ন কক্ষ হতে কৌশলে ঘরের ছাউনির টিন ফাঁকা করে উপর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোছাঃ সিমা বেগম (৩৫), স্বামী-মোঃ মতিউর রহমান, সাং-চরকানাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীর নিজ হাতে শয়ন কক্ষের থাকা ষ্টীলের বাক্সের মধ্য হতে বের করে দেন ০৩(তিন) টি বড় সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ০৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক তিন কোটি টাকা।