তানোর থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ০৩ জন এবং পরোয়ানাভুক্ত ০৬ জন আসামী গ্রেফতার।

১১ জুলাই, ২০২৪

মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায়, তানোর থানা পুলিশ কর্তৃক, তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া তানোর থানার মামলা নং-১২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, তারিখ- ১০/০৭/২০২৪ খ্রিঃ এর আসামী ১। নয়ন কিচকু (১৯), পিতা- সরল কিচকু, সাং- কচুয়াকাজী পাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী, ২। লিংকন কিচকু (২০), পিতা- সরল কিচকু, সাং- কচুয়াকাজী পাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীদ্বয়কে ৪০(চল্লিশ) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাইমদসহ গ্রেফতার, তানোর থানার মামলা নং-১৯, ধারা- ৩৮০ পেনাল কোড, তারিখ- ১৫/০৬/২০২৪ খ্রিঃ এর তদন্তে সন্দিগ্ধ আসামী ৩। মোঃ রাজিউল ইসলাম (৩৪), পিতা- মোঃ মাজেদ আলী, গ্রাম- মোহর, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার,   ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ৪। মোঃ হাবিব উদ্দিন কাজি, পিতা- মৃত পিয়ার উদ্দিন কাজী, গ্রাম- মোহর, থানা- তানোর, জেলা- রাজশাহী এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী ৫। মোছাঃ নাজমা খাতুন (৪৪), পিতা- আব্দুল আজিজ মন্ডল, সাং- মোহর, থানা- তানোর, জেলা- রাজশাহী, ৬।  মোঃ মিনারুল ইসলাম, পিতা- নুর মোহাম্মদ, গ্রাম- ভদ্রখন্ড, থানা- তানোর, জেলা- রাজশাহী, জিআর পরোয়ানাভুক্ত আসামী ৭। মোঃ পলাশ আহমেদ, পিতা- মৃত সিরাজ ৥ আফসার আলী, সাং শংকরপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী, ৮। মোঃ মাসুদ রানা, পিতা- মোঃ মুনছুর আলী, গ্রাম- ধানতৈর, থানা- তানোর, জেলা- রাজশাহী, ৯। মোঃ মোজাহার আলী @ মোজা, পিতা- মৃত মানিক উল্লাহ দেওয়ান, গ্রাম- রায়তান বড়শো, থানা- তানোর, জেলা- রাজশাহীগনসহ সর্বমোট= ০৯(নয়) জন আসামীকে গ্রেফতার পূর্বক ইং ১০/০৭/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।







সর্বশেষ সংবাদ