Posted Date
: 29 Feb 2024
Posted By
: Thana
তানোর থানা পুলিশ কর্তৃক খুন মামলার ০৩(তিন) জন আসামী গ্রেফতার।
২৯ ফেব্রুয়ারী, ২০২৪
গত ইং ২২/০২/২০২৪ তারিখে রাজশাহীর তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে জিয়ারুল ইসলাম (৪৪) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ফুল দেন তিনি। বাড়ি ফেরার পথে তালন্দ ইউনিয়নের নিজ গ্রাম বিলশহরে তাঁকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। রাজনৈতিক শত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় তানোর থানার মামলা নং-২৫, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয় এবং মামলার এজাহারনামীয় ০৩ জন আসামীদেরকে গ্রেফতার করতঃ ২৩/০২/২০২৪ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ