Posted Date
: 25 Dec 2023
Posted By
: Thana
তানোর থানা পুলিশ কর্তৃক GR W/A সাজা পরোয়ানা মূলে ০১ জন ও CR W/A সাজা পরোয়ানা মূলে ০২ জন আসামী সহ সর্বমোট ০৩জন আসামী গ্রেফতার।
২৫ ডিসেম্বর, ২০২৩
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ২৩/১২/২০২৩ খ্রিঃ তারিখ তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর সাজা পরোয়ানাভুক্ত ০১(এক) জনের ০৩ মাসের কারাদন্ড, অপর ০১(এক) জন আসামীর ০৬ মাসের কারাদন্ড অনাদায়ে ০৭ লক্ষ টাকা অর্থদন্ড, জিআর সাজা পরোয়ানাভুক্ত ০১(এক) জনের ০৬ বছরের সশ্রম কারাদন্ডসহ ১০,০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী সহ সর্বমোট ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করতঃ অদ্য ইং ২৩/১২/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ