মোহনপুর থানা কর্তৃক ১২.৫০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার।
২৭ অগাস্ট, ২০২৩
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা, হরিদাস মন্ডল এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ সিরাজুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আশফাকুল আসেকিন, এএসআই(নিঃ)/মোঃ আবু বকর সিদ্দিক সকলেই মোহনপুর থানা, রাজশাহী গত ০৬/০৮/২০২৩ খ্রিঃ থানা এলাকায় সরকারী পিকআপ যোগে মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন ২১.১০ ঘটিকায় মোহনপুর থানাধীন রায়ঘাটি পুকুরপাড়ি গ্রামস্থ জনৈক মোঃ কামরুল ইসলাম(৩৫), পিতা-মৃত ভাদু এর দক্ষিন ভিটার বসত বাড়ীর উত্তর পার্শ্বে ফাঁকা জায়গা হতে এএসআই(নিঃ)/মোঃ সিরাজুল ইসলাম ০১নং আসামী মোঃ মাহবুর রহমান(৩৪), পিতা-মোঃ রেজাউল প্রামানিক , ঠিকানা: স্থায়ী: গ্রাম- শ্যামপুর, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশকে এবং এএসআই(নিঃ)/মোঃ আশফাকুল আসেকিন ০২নং আসামী মোঃ জাবেদ(৪৬), পিতা-মোঃ মুনসুর রহমান , ঠিকানা: স্থায়ী: গ্রাম- গোপইল, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশকে হাতে-নাতে ধৃত করেন। তখন সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ধৃত ০১নং আসামী মোঃ মাহবুর রহমান এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির ডান কোমরের কোচা হইতে সাদা পলিথিনের মধ্যে গিট বাধানো অবস্থায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য বাদামী বর্ণের হেরোইন সাদৃশ্য পাউডার এবং ধৃত ০২নং আসামী মোঃ জাবেদ এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির ডান কোমরের কোচা হইতে সাদা পলিথিনের মধ্যে গিট বাধানো অবস্থায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য বাদামী বর্ণের হেরোইন সাদৃশ্য পাউডার উদ্ধার করেন। বাদীর সঙ্গে থাকা ইলেক্ট্রিক্যাল ওজন মাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিলে ১নং আসামী মোঃ মাহবুর রহমান(৩৪) এর নিকটে থাকা বাদামী বর্ণের অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার পলিথিনসহ ওজন হয় ৫.৫০ (পাঁচ দশমিক পাঁচ শূন্য) গ্রাম এবং ২নং আসামী ২। মোঃ জাবেদ(৪৬) এর নিকটে থাকা বাদামী বর্ণের অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার পলিথিনসহ ওজন হয় ০৭ (সাত) গ্র্রাম। সর্বমোট (৫.৫০+৭)=১২.৫০(বারো দশমিক পাঁচ শূন্য) গ্রাম বাদামী বর্ণের অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার, যাহার অনুমান মূল্য (৫৫,০০০+৭০,০০০) =১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা। উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া ধৃত ০১নং আসামী মোঃ মাহবুর রহমান এর বিরুদ্ধে ১। মোহনপুর থানার মামলা নং-৬, তারিখ-১৩/০৪/২০১৭, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০, ২। আরএমপি এর পবা থানার মামলা নং-৪, তারিখ- ০৮/০৯/২০২০, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩। তানোর থানার মামলা নং-১০/১০, তারিখ- ১২/০১/২০২০, ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৪। মোহনপুর থানার মামলা নং-৮/১৪৩, তারিখ-০৭/০৬/২০১৯, ধারা-৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং ২নং আসামী মোঃ জাবেদ এর বিরুদ্ধে ১। মোহনপুর থানার মামলা নং-৩২, তারিখ-২৯/১১/২০১৪, ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২। মোহনপুর থানার মামলা নং-১১, তারিখ-১১/০৫/২০০৯, ধারা-৩৭৯ পেনাল কোড মামলাগুলো পাওয়া গেল। পরবর্তীতে তার বিরুদ্ধে মোহনপুর থানার ,এফআইআর নং-৬, তারিখ- ০৭ আগস্ট, ২০২৩; জি আর নং-১৩৩, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।