মোহনপুরে ৬৫০ (ছয়শত পঞ্চাশ) লিটার মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদসহ হরিদাগাছীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ জেকের আলী গ্রেফতার।

২৪ জুলাই, ২০২৩

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)/মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীয়  এএসআই(নিঃ)/মোঃ জোবায়ের হোসেন, কং/১৬৭০ শ্রী বিপ্লব কুমার দাস, কং/১৪১৭ মোঃ আমানুল ইসলাম, কং/১২৮২ মোঃ শামীম হোসাইন, কং/১৩৬৬ মোঃ সুলতান আলমগীর মুসা, কং/১১৩৭ মোঃ মোস্তাফিজুর রহমান, ড্রাইঃ কং/১৬৫৯ পলাশ হোসেনগন মোহনপুর থানা এলাকায় রাত্রীকালীন রণ পাহারা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভাস্থ কোশরহাট বাজারে জনৈক মোঃ বকুল হোসেন, পিতা- মৃত আব্দুর রহমান এর মুদি দোকানের সামনে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে বাদীসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স  আসামী ১। মোঃ জেকের আলী (৪৩), পিতা- মৃত আনসার আলী, সাং- হরিদাগাছী, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে ঘটনাস্থলেই হাতে-নাতে ধৃত করেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে।  সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে পর্যাপ্ত টর্চের আলোতে ধৃত আসামীর ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগে রক্ষিত ০৫(পাঁচ) লিটারের ০২(দুই) টি সাদা রংয়ের বোতলে  (০৫+০৫)= ১০(দশ) লিটার মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ প্রাপ্ত হন। যাহার মূল্য অনুমান (৩০০×১০)= ৩,০০০/- (তিন হাজার) টাকা। আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করাকালে সে জানায় যে, মোহনপুর থানাধীন হরিদাগাছী গ্রামস্থ তার ছাদ দেওয়া বসত বাড়ীর ছাদের উপরে রান্নাঘরের মধ্যে মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ মজুদ করা রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে বাদী ২৩/০৭/২০২৩ খ্রিঃ তারিখে ২২.১০ ঘটিকায় ঘটনার সত্যতা যাচাই করার জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওনা হয়ে ২২.৩০ ঘটিকায় মোহনপুর থানাধীন হরিদাগাছী গ্রামস্থ তার বসত বাড়ীর ছাদের উপরে রান্নাঘরের মধ্যে সর্বমোট ৬৪০ (ছয়শত চল্লিশ) লিটার মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ প্রাপ্ত হন, যাহার মূল্য অনুমান (৩০০×৬৪০)= ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা। থানার রেকর্ডপত্র যাচাইকালে ধৃত আসামী মোঃ জেকের আলী এর বিরুদ্ধে নিম্নলিখিত মামলাগুলো পাওয়া গেলঃ- ১। মোহনপুর থানার মামলা নং-১০, তারিখ- ১১/১১/২০২০; ধারা-৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ২। মোহনপুর থানার মামলা নং-৩৩, তারিখ- ২৯/০৫/২০১৮; ধারা-২২(গ)/১৯ (৪) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩। মোহনপুর থানার মামলা নং-১৫, তারিখ- ১৭/০২/২০১৭; ধারা-২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৪। মোহনপুর থানার মামলা নং-১০, তারিখ-০৮/০৯/২০১৬; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৫। মোহনপুর থানার মামলা নং-২, তারিখ-০২/০৯/২০১৫; ধারা-২০/২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৬। মোহনপুর থানার মামলা নং-১, তারিখ-০৯/০৩/২০০৯; ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৭। মোহনপুর থানার মামলা নং-১৩, তারিখ-২৮/০৮/২০০৭; ধারা-২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৮। মোহনপুর থানার মামলা নং-৪, তারিখ-১৮/১২/২০০৭; ধারা-২০/২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৯। মোহনপুর থানার মামলা নং-২৮, তারিখ-৩০/১০/২০২১; ধারা-৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ১০। মোহনপুর থানার মামলা নং-৯, তারিখ-১৭/০৭/২০২১; ধারা-৩৬(১) সারণির ২৩/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ১১। মোহনপুর থানার মামলা নং-৮, তারিখ- ০৮/০৯/২০১৯; ধারা-৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ১২। মোহনপুর থানার মামলা নং-১০, তারিখ- ১০/০৭/২০১৯; ধারা-৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ১৩। মোহনপুর থানার মামলা নং-১৩, তারিখ- ১১/০৭/২০০৯; ধারা-১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড, ১৪। বাগমারা থানার মামলা নং-১২, তারিখ-১২/০৮/২০১৭; ধারা-২২(গ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৫। মোহনপুর থানার মামলা নং-১১, তারিখ-১২/০৮/২০২২; ধারা-৩৬(১) সারণির ২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। পরবর্তীতে মোঃ জেকের আলী (৪৩), পিতা- মৃত আনসার আলী, সাং- হরিদাগাছী, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী এর বিরুদ্ধে মোহনপুর থানার মামলা নং-১৪, তারিখ- ২৪/০৭/২০২৩; জি আর নং-১২৫, ধারা-৩৬(১) সারণির ২৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ