সাড়ে ০৭ কেজি হেরোইন, ১৮ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়লদ্ধ নগদ ২৪,৫০,০০০/- টাকা ও ২৫৮ গ্রাম স্বর্ণালঙ্কার সহ ০১জন মাদক ব্যবসায়ী আটক।

১৯ জুন, ২০২৩

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মোঃ সোহেল রানা, গোদাগাড়ী সার্কেল, রাজশাহী ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ, গোদাগাড়ী মডেল থানা স্যার দ্বয়ের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় এসআই (নিঃ) এস এম জামাল উদ্দিন, এসআই (নিঃ) মোঃ মোতালেব হোসেন, এসআই (নিঃ) মোঃ আলতাফ হোসেন, এসআই (নিঃ) মোঃ আতিকুর রহমান, এসআই (নিঃ) মোঃ শাহেদ আলী, এএসআই (নিঃ) মোঃ আক্কাস আলী, এএসআই (নিঃ) মোঃ শুকুর আলী, এএসআই (নিঃ) মোঃ জামিল আক্তার, এএসআই (নিঃ) মোঃ সবুজ আলী, কং/৫১৮ মোঃ বিদ্যুৎ, কং/৮৭৩ মোঃ রবিউল হক, কং/১১৬৭ আহম্মাদ আলী, ও রাত্রীকালীন হাইওয়ে-১ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, কং/২৬০ মোঃ জহুরুল ইসলাম, কং/৯৪৮ মোঃ আনোয়ার মোবাইল-১ ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ আঃ করিম, কং/৫৪৯ মোঃ জিন্নাত আলী, কং/১২৪৬ মোঃ সাব্বির হোসেন, কং/৮১১ মোঃ শরিফুল ইসলাম, ড্রাই কং/১১৯৭ মোঃ আব্দুল আহাদ সকলেই গোদাগাড়ী মডেল থানা, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০৬/২০২৩ খ্রিঃ তারিখ রাত্রী ০১:৩০ ঘটিকার সময় গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রামস্থ মাদক ব্যবসায়ী ধৃত আসামী মোঃ জিয়ারুল ইসলাম @ জিয়া (৩৬) পিতা- মৃত আব্দুল লতিফ এর প্রাচীর বেশিষ্ট পাকা বিল্ডিং বসত বাড়ী ঘেরাও করিয়া তার বসত বাড়ী হইতে আসামী ১। মোঃ জিয়ারুল ইসলাম @ জিয়া (৩৬), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- আচুয়াভাটা কসাইপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে হাতে নাতে ধৃত করেন। ধৃত আসামীর বসত বাড়ীর শয়ন ঘর তল্লাশি করিয়া ভোল্টের ভিতর রক্ষিত ১। ০৭ (সাত) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইন, যাহার মূল্য অনুমান ৭,৫০,০০,০০০/- (সাত কোটি পঞ্চাশ লক্ষ) টাকা  ২। মাদকদ্রব্য বিক্রয়লদ্ধ নগদ ২৪,৫০,০০০/- (চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ৩। মাদকদ্রব্য বিক্রয়লদ্ধ টাকা দ্বারা ক্রয়কৃত ২৫৮ (দুইশত আটান্ন) গ্রাম বিভিন্ন আইটেমের স্বর্ণালঙ্কার, যাহার মোট মূল্য অনুমান ২৩,২২,০০০/- (তেইশ লক্ষ বাইশ হাজার) টাকা, ৪। মাদকদ্রব্য, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার রাখার ০১টি ভোল্ট (সিন্দুক) ৫। ০১টি হেরোইন পরিমাপক যন্ত্র এবং পার্শ্ব রান্নাঘর হইতে ১৮ আঠারো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  পরবর্তীতে আসামীর বিরুদ্ধে রাজশাহী এর গোদাগাড়ী মডেল থানার মামলা নং-৩৯ তারিখ- ১৯ জুন, ২০২৩; ধারা-  ৩৬(১) সারণির ৮(গ)/৩৬(১) সারণির ১৪(খ)/৩৬(১) সারণির ২৬/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 







সর্বশেষ সংবাদ