১০ (দশ) কেজি গাঁজার গাছ সহ ০১ (এক) জন গ্রেফতার এবং ২০ (বিশ) লিটার চোলাইমদ সহ ০১ (এক) জন গ্রেফতার ওয়ারেন্ট ও অন্যান্য মামলা সহ ০৩ (তিন) জন গ্রেফতার সর্ব মোট ০৫ (পাঁচ)
১৩ জুন, ২০২৩
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ১২/০৬/২০২৩ তারিখ তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কাঁচা অবস্থায় তাজা গাঁজা গাছ যাহার শাখা-প্রশাখা সহ ওজন ১০ (দশ) কেজি মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সহ ০১ (এক) জন আসামী ১। মোঃ রহমান আলী ওরফে মিলন (২৭), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-রাতৈল (নামোপাড়া), থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করিয়া তানোর থানার মামলা নং- ১০, তাং ১২/০৬/২৩ ইং ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ১৮(ক) রুজু করা হয়। পৃথক আর একটি অভিযান পরিচালনা করিয়া ২০ (বিশ) লিটার চোলাইমদ মুল্য অনুমান ২০,০০০ /- (বিশ হাজার) টাকা উদ্ধার সহ ০১ (এক) জন আসামী ১। শ্রীমতি ললিতা হাসদা(৫০) স্বামীঃ শ্রী সরকার সরেন ,স্থায়ী: মাহালীপাড়া , থানা- তানোর, জেলা -রাজশাহীকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে তানোর থানার মামলা নং- ১১, তাং ১২/০৬/২৩ ইং ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ২৪(খ) রুজু করা হয়।এছাড়াও নিয়মিত মামলা সংক্রান্তে ০২ (দুই) জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানা মুলে ০১ (এক) জন আসামী সহ সর্ব মোট ০৫ (পাঁচ) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্য ইং ১৩/০৬/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।