বাঘা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

০৯ জুন, ২০২৩

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায় এবং জনাব মোঃ খায়রুল ইসলাম, অফিসার ইনচার্জ, বাঘা থানা, রাজশাহীর নেতৃত্বে বাঘা থানা পুলিশ কর্তৃক  ইং ০৬/০৬/২০২৩ তারিখ বাঘা থানাধীন খানপুর গ্রামস্থ মোঃ আয়নাল আলী, পিতা-হাসমত প্রাং এর বসত বাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ আয়নাল আলী(৩৬), পিতা-হাসমত প্রাং ,স্থায়ী: গ্রাম- খানপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে ধৃত করে আসামীর হেফাজত হইতে ১। ০১ (এক) টি  বাজারের ব্যাগের  ভিতর  নীল পলিথিনে মোড়ানো  সুতলী  দিয়ে পেচানো  অবস্থায়  ০১ কেজি ১০০ গ্রাম  গাঁজা, মূল্য  অনুমান  ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, ২। ০১ টি নীল রংয়ের vivo y21 মডেলের এন্ড্রয়েট মোবাইল ফোন, যার IMEI1: 861142059220911, IMEI2: 861142059220903, সংযুক্ত সিম  নম্বর- ১। ০১৭০৭৯৭৪৭৩৪,  ২। ০১৭০৭৯৭৪৭৩৩,  ৩। মাদক বিক্রয়লব্ধ ৫০০ (পাঁচশত) টাকার নোট ০৪ টি (৫০০x৪)=২০০০/- টাকা, ২০০ (দুইশত) টাকার নোট ০৬টি, (২০০x৬)=১২০০/- টাকা, ১০০ (একশত) টাকার নোট ৭০ টি, (১০০x৭০)=৭০০০/- টাকা, ৫০ (পঞ্চাশ) টাকার নোট ১০ টি, (৫০x১০)=৫০০/- টাকা, ২০ (বিশ) টাকার নোট ১৮টি, (২০x১৮)=৩৬০/- টাকা, ১০ (দশ) টাকার নোট ১৭ টি, (১০x১৭)=১৭০/- টাকা সহ সর্বমোট ১১,২৩০/- (এগারো হাজার দুইশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ইং ০৭/০৬/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ