মোহনপুর থানা পুলিশ কর্তৃক ১২ (বারো) গ্রাম হেরোইনসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
০৬ জুন, ২০২৩
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ সেলিম বাদশাহ নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আবু জাহেদ শেখ, বিপি-৭৩৯১০৬৫৪৮৬, সঙ্গীয় এএসআই(নিঃ) /মোঃ শফিকুল ইসলাম, বিপি-৭৭৯৬০২৩৬৯৮, কং/২৯৭ মোঃ হাবিবুর রহমান, বিপি-৭৭৯৬০৫০৬৮৯, সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামী ১. মোঃ ফিরোজ দেওয়ান(৩৭), পিতা-মোঃ হবিবুর দেওয়ান ,স্থায়ী: গ্রাম- বাকশিমইল (গাঙ্গোপাড়া (ডাকলীপাড়া)) , উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহীকে ১২(বারো) গ্রাম ধূসর বাদামী বর্ণের অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার, যাহার অনুমান মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার)টাকাসহ মোহনপুর থানাধীন গাঙ্গোপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শেফাতুল্লাহ(৬০), পিতা- নজরুল মিস্ত্রি এর পানের বরজের পূর্ব দক্ষিণ কোণের পার্শ্বে ইট বিছানো রাস্তার উপর হইতে গ্রেফতার করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার , রাজশাহী এর মোহনপুর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৬ জুন, ২০২৩; জি আর নং-৯৪, তারিখ- ০৬ জুন, ২০২৩; সময়- ০০.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করে আসামী মোঃ ফিরোজ দেওয়ান (৩৭), কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।