বাগমারা থানার নিয়মিত মামলায় ০৬ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ।

২৩ মে, ২০২৩

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব/ এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল, বাগমারা থানার অফিসার ইনচার্জ জনাব/ আমিনুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় ২২-০৫-২০২৩ খ্রিঃ তারিখে অভিযান পরিচালনা করে রাজশাহী এর বাগমারা থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ২২ মে, ২০২৩; জি আর নং-১৭১, তারিখ- ২২ মে, ২০২৩; সময়- ১৬.৩০ ঘটিকা ধারা- 143/148/448/323/325/354/385/386/379/380/427/506/114/34 The Penal Code, 1860;  এর এজাহার নামীয় আসামী ১. (6EJF4) মোঃ পিয়ার বক্স(৫৩), পিতা-আঃ করিম বক্স , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাসুদেবপাড়া, উপজেলা/থানা- বাগমারা, জেলা -রাজশাহী, বাংলাদেশ: ২. (6EJHW) মোঃ হেলাল উদ্দিন(৩৫), পিতা-মৃত জেহের আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাসুদেবপাড়া, উপজেলা/থানা- বাগমারা, জেলা -রাজশাহী, বাংলাদেশ: ৩. (DH92C) মোঃ জাহাঙ্গীর আলম(৩৪), পিতা-মোঃ আঃ জলিল , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাসুদেবপাড়া, উপজেলা/থানা- বাগমারা, জেলা -রাজশাহী, বাংলাদেশ: ৪. (DER69) মোঃ আমিনুল ইসলাম(৩২), পিতা-মোঃ আনিছুর রহমান , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাসুদেবপাড়া, উপজেলা/থানা- বাগমারা, জেলা -রাজশাহী, বাংলাদেশ: ৫. (DH9SX) মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮), পিতা-মোঃ আঃ সামাদ , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাসুদেবপাড়া, উপজেলা/থানা- বাগমারা, জেলা -রাজশাহী, বাংলাদেশ: ৬. (BFMU3) মোঃ খয়ের আলী (৪৫), পিতা-মৃত আঃ রহিম বক্স , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কাষ্টনাংলা, উপজেলা/থানা- বাগমারা, জেলা -রাজশাহীগনকে গ্রেফতার পূর্বক বাগমারা থানা হতে ২৩-০৫-২০২৩খ্রিঃ তারিখে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ