মোহনপুর থানা পুলিশ কর্তৃক ২৮ (আঠাশ) গ্রাম হেরোইনসহ ০১ (এক) জন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৮ মে, ২০২৩

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ সেলিম বাদশাহ নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, বিপি-৯৩২০২২৬৭৯২, সঙ্গীয় অফিসার এসআই(নিরস্ত্র)/মোঃ সাখাওয়াত হোসেন, বিপি-৯৪২১২৩৮২৬৮, এএসআই(নিরস্ত্র)/মোহাঃ মতিউর রহমান, বিপি-৮৬০৫০৮১৯০১, এএসআই(নিঃ)/মোঃ আশফাকুল আসেকিন, বিপি-৮৪০৪০৪৭১৪৪, সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামী ১. মোঃ আফসার আলী (৫২), পিতা-মৃত তারু, সাং-কাজী ভাতুড়িয়া, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে ২৮(আঠাশ) গ্রাম ধূসর বাদামী বর্ণের অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার, যাহার অনুমান মূল্য ২,৮০,০০০/-(দুই লক্ষ আশি হাজার) টাকাসহ মোহনপুর থানাধীন কাজী ভাতুড়িয়া গ্রামস্থ মোঃ আফসার আলীর দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী বসতবাড়ীর সামনে মাটির ছোট রাস্তার উপর হইতে গ্রেফতার করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ১৬ মে, ২০২৩; জি আর নং-৮০, তারিখ- ১৬ মে, ২০২৩; সময়- ২০.২০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামী মোঃ আফসার আলী (৫২),  কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ