মোহনপুর থানা পুলিশ কর্তৃক ডাকাতি মামলায় ০৬ (ছয় ) জন আসামী গ্রেফতার। তন্মেধ্যে ০৪ জন আসামী আইনের সংঘাতে জড়িত শিশু।
০৮ নভেম্বর, ২০২২
মামলার বাদী মোঃ কামরুজ্জামান একজন লেবার। সে জাহানাবাদ ইউপিস্থ দিঘীডাঙ্গা মৌজার মরগা বরফ মিলে কাজ করে এবং উক্ত বরফ কলেই সেসহ তার সঙ্গীয় মোঃ নয়ন একত্রে রাতে অবস্থান করে। প্রতিদিনের ন্যায় গত ০৪/১১/২০২২ খ্রিঃ তারিখে রাত্রী অনুমান ০৭.০০ ঘটিকায় মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউপিস্থ দিঘীডাঙ্গা মৌজার মরগার বিলে মরগা বরফ কলে বৈদ্যুতিক আলো জ্বালিয়ে উক্ত বরফ কলের মধ্যে দক্ষিন-পশ্চিম কোনে বাদী ও মোঃ নয়ন আলাদা আলাদা চৌকির উপরে শুয়ে টিভি দেখছিল। একই তারিখে রাত্রী অনুমান ০৭.৩০ ঘটিকায় হঠাৎ উপরোক্ত এজাহারনামীয় আসামী ১. মোঃ খাইরুল হাসান আকাশ(১৯), পিতা-মোঃ আনোয়ার হোসেন, স্থায়ী: গ্রাম- রায়ঘাটি (মধ্যপাড়া), উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী,২. মোঃ মিদুল হোসেন(১৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম (ট্রাক ড্রাইভার), স্থায়ী: গ্রাম- রায়ঘাটি (কেশরহাট) , উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী,৩. মোঃ ময়নাল হোসেন (২২), পিতা-মোঃ আঃ রশিদ, স্থায়ী: গ্রাম- বোয়ালী (মধুপুর), উপজেলা/থানা- মধুপুর, জেলা -টাঙ্গাইল, ৪. মোঃ নাহিদ ইসলাম (রাব্বী)(১৮), পিতা-মোঃ আঃ রব , স্থায়ী: গ্রাম- দক্ষিণ জরুন (ডেল্টার মোড়), উপজেলা/থানা- কাশিমপুর, জেলা -গাজীপুর, ৫। মোঃ মোস্তাকিন হোসেন(১৯), পিতা-মোঃ সিদ্দিক হোসেন, স্থায়ী: গ্রাম- রক্ষিতপাড়া, উপজেলা/থানা- বাগমারা, জেলা -রাজশাহী ৬. মোঃ তুহিন দেওয়ান(১৬), পিতা-মোঃ আঃ হাই, স্থায়ী: গ্রাম- হাটরা (বৃ-হাটরা) , উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, ৭. মোঃ শরিফ উদ্দিন(১৭), পিতা-মোঃ জমির উদ্দিন, স্থায়ী: গ্রাম- মির্জাপুর (বিরহী), উপজেলা/থানা- বাগমারা, জেলা -রাজশাহীগনসহ অজ্ঞাতনামা ৩/৪ উক্ত বরফ কলে প্রবেশ করে। আসামীরা বরফ কলে ঢোকা মাত্রই বাদী ও নয়ন ডাকচিৎকার করিলে এজাহারনামীয় ০২নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তার হাতে থাকা স্টিলের ধারালো ছুড়ি নিয়ে বলিতে থাকে তোদের যা কিছু আছে, সব বের করে দে। তখন বাদীর কাছে থাকা ০১টি GDL G402 মডেলের বাটন মোবাইল ফোন বাহির করিয়া দেই এবং নয়নের নিকট থাকা ০১টি WALTON Q41 মডেলের বাটন মোবাইল ফোন এবং ০১টি itel it5618N মডেলের বাটন মোবাইল ফোন বাহির করিয়া দেয়। একপর্যায়ে উক্ত এজাহারনামীয় ০২নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তাদের মৃত্যুর ভয় দেখিয়ে উক্ত দক্ষিন-পশ্চিম থাকা স্টিলের আলমারির পাল্লা খুলতে বলিলে নয়ন আলমারি খুলতে দেরি করলে এজাহারনামীয় ০২নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু নয়নের বাম হাতে কব্জিতে উক্ত স্টিলের ছুড়ি দিয়ে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। তখন উপরোক্ত সকল ডাকাতগন উক্ত স্টিলের আলমারির চাবির লক নষ্ট থাকায় পাল্লা চাবি ছাড়াই খুলে আলমারিতে থাকা নগদ ২,৩৫০/- (দুই হাজার তিনশত পঞ্চাশ) টাকা বাহির করিয়া নেয় এবং উক্ত আলমারির কাগজপত্র মেঝেতে ছড়াইয়া ছিটাইয়া ফেলিয়া বাদীকে ডাকচিৎকার করিতে নিষেধ করিয়া বরফ কলে থাকা বাদীর ও তার সঙ্গীর মোবাইল ও হেডফোনের তার দিয়ে তাদের হাত বেঁধে দরজা দিয়ে বাহির হইয়া যায়। উপরোক্ত ডাকাতরা সহ অজ্ঞাতনামা ৩/৪ জন যাওয়ার সময় উক্ত বরফ কলের প্লেইন সিটের গেটে বাহির হইতে সিটকানি লাগাইয়া দিয়া তারা পাকা রাস্তা দিয়া হাটিয়া চলিয়া যায়। পরবর্তীতে উক্ত ঘটনা সংক্রান্তে মোহনপুর থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০৫ নভেম্বর, ২০২২; জি আর নং-২৫৫, তারিখ- ০৫ নভেম্বর, ২০২২; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০;রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ সেলিম বাদশাহ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/মোঃ আবু জাহেদ শেখ উক্ত মামলার ১নং আসামীকে তার নিজ বাড়ী হতে এবং ৩নং আসামীকে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে, ২নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে, ৪নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে কেশরহাট বাজার আবাসিক হোটেল হতে, ৬নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে এবং ৭নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে তার নিজ বাড়ী হতে আটক করা হয়। ১নং আসামীকে জিজ্ঞাসাবাদকালে স্বীকার করে এবং তাহার মানিব্যাগ হতে বের করে দেওয়া মতে ২,৩৫০/- টাকা এবং একটি চাকু এবং ০১টি হালকা রক্তমাখা ছুড়ি উদ্ধার করা হয়। ৩নং আসামীকে জিজ্ঞাসাবাদকালে স্বীকার করে এবং তাহার পকেট হতে বাহির করিয়া দেওয়া মতে ডাকাতির ০১টি GDL G402 মডেলের সীমবিহীন বাটন মোবাইল ফোন উদ্ধার করেন এবং২নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ মিদুল হোসেন (১৭) জিজ্ঞাসাবাদকালে স্বীকার করে এবং তাহার পকেট হতে বাহির করিয়া দেওয়া মতে ০১টি WALTON Q41 মডেলের বাটন মোবাইল ফোন এবং ৪নং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ নাহিদ ইসলাম (রাব্বী) (১৮)তাহার পকেট হতে বাহির করিয়া দেওয়া মতে ০১টি itel it5618N মডেলের বাটন মোবাইল ফোন উদ্ধার করেন। আসামীদ্বয় ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।