মোহনপুর থানা পুলিশ কর্তৃক ৩১ (একত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

০৬ নভেম্বর, ২০২২

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ সেলিম বাদশাহ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে মোহনপুর থানার অফিসার ও ফোর্স কর্তৃক আসামী ১. মোছাঃ মনিরা খাতুন(৩৭), , স্বামী/স্ত্রী-মোঃ আজাম্মেল হোসেন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- হারিদাগাছি (হরিদাগাছি (নামোপাড়া)) , উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী কে ৩১ (একত্রিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় এবং অপর আসামী ২। মোঃ আজাম্মেল হোসেন (৪০), পিতা- মোঃ শমসের আলী, সাং- হরিদাগাছি (নামোপাড়া), থানা- মোহনপুর, জেলা- রাজশাহী কৌশলে পালাইয়া যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার ,এফআইআর নং-৫, তারিখ- ০৬ নভেম্বর, ২০২২; জি আর নং-২৫৬, তারিখ- ০৬ নভেম্বর, ২০২২; সময়- ০৭.৪৫ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু করে আসামী মোছাঃ মনিরা খাতুন (৩৭) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ