মোহনপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত (তালিকাভুক্ত সন্ত্রাসী ০১ জন) ০২ (দুই) জন আসামী এবং ৩৪ ধারায় ০১ (এক) জন আসামী গ্রেফতার।
০৮ সেপ্টেম্বর, ২০২২
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোহনপুর থানা, মোহাঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে ০৮/০৯/২০২২ খ্রিঃ তারিখে মোহনপুর থানার অফিসার-ফোর্স কর্তৃক মামলা নং জিআর-১০৫/২১ (মোহনপুর), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১৬/৪১ এর জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ বিপ্লব হোসেন, পিতা- মৃত আঃ রহমান, সাং- বাটুপাড়া, থানাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী ও তানোর থানার মামলা নং- ১৩, তারিখ- ১২/১০/২০২০ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(গ)/১০(খ)/৩৮/৪১, জিআর- ১৬৫/২০ (তানোর) এর জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ সেলিম রেজা(৩২), পিতা- মোঃ ফারেজ মন্ডল ওরফে পারেছ, সাং- খাড়ইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী এর ওয়ারেন্টভুক্ত আসামীদ্বয়কে এবং মোহনপুর থানার জিডি নং-৩৮৬, তারিখ- ০৭/০৯/২০২২ ইং, মোহনপুর থানার নন এফ আই আর প্রসিকিউশন নং- ৭৩/২২, তারিখ-০৮/০৯/২০২২ ইং, ধারা- পুলিশ আইনের ৩৪ (৬) ধারা মূলে আসামী ৩। মোঃ শাহজাহান (৩৮), পিতাঃ মৃত আব্দুস সুবাহান, সাং- সাকোয়া, কেশরহাট পৌরসভা, থানাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ সেলিম রেজা(৩২), পিতা- মোঃ ফারেজ মন্ডল ওরফে পারেছ, সাং- খাড়ইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী মোহনপুর থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।