মোহনপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন প্রতারক আসামী গ্রেফতার।
২০ জুলাই, ২০২২
মোহনপুর থানাধীন সিংহমারা গ্রামস্থ মোছাঃ ডলি বেগম এর প্রতিবেশী ধৃত আসামী মোছাঃ শেখ হাবিবা(৩৫), , স্বামী/স্ত্রী-মোঃ হেলাল উদ্দিন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- সিংহমারা, উপজেলা/থানা- মোহনপুর, জেলা –রাজশাহী। সেই সূত্রে আসামীর সাথে তার পরিচয় হয়। আসামী ০২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সেক্রেটারী ও সাবেক মহিলা মেম্বার। গত ৫/৬ মাস পূর্বে ধৃত আসামী বাদীর বসত বাড়িতে গিয়া বলে যে, সে একজন নেত্রী। সমাজ সেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে বাদীকে বিভিন্ন অনুদান এনে দিবে বলিয়া পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে আসামী বাদীর নিকট হতে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা গ্রহন করে। পরবর্তীতে বাদী উপরোক্ত ধৃত আসামীর নিকট হইতে সমাজ সেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে প্রাপ্ত অনুদান চাহিলে উপরোক্ত ধৃত আসামী আজ দিব কাল দিব বলিয়া কালক্ষেপন করিতে থাকে। এমতাবস্থায় গত ১৯/০৭/২০২২ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় মোহনপুর থানাধীন সিংহমারা গ্রামস্থ বাদীর বসত বাড়ীর সামনে কাচা রাস্তার উপর বাদী আসামীর নিকট হইতে বিভিন্ন সময়ে বাদীর দেয়া সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ফেরত চাহিলে উপরোক্ত আসামী বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদী আসামীকে গালিগালাজ করিতে নিষেধ করিলে উপরোক্ত আসামী বাদীর দেয়া টাকা ফেরত দিবে না বলিয়া জানায় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। উপরোক্ত ধৃত আসামী একই উদ্দেশ্যে সরল বিশ্বাস স্থাপন করিয়া বাদীর নিকট হইতে টাকা গ্রহনপূর্বক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারনার অপরাধ করিয়াছে। উক্ত ঘটনা সংক্রান্তে বাদী থানায় আসিয়া এজাহার দায়ের করিলে মোহনপুর থানার মামলা নং- ১৭, তারিখ- ২০/০৭/২০২২; জি আর নং-১৭২/২০২২, ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে আসামী ১। মোছাঃ শেখ হাবিবা(৩৫), , স্বামী/স্ত্রী-মোঃ হেলাল উদ্দিন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- সিংহমারা, উপজেলা/থানা- মোহনপুর, জেলা –রাজশাহীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।