রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশ কর্তৃক সাজাপ্রাপ্ত ০২ জন আসামি গ্রেফতার এবং ০২ টি হারানো মোবাইল উদ্ধার।
১৬ অক্টোবর, ২০১৯
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানা পুলিশ কর্তৃক যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, রাজশাহী মোকাদ্দমা নং-৪৩৩/১৭ দায়রা, ধারা- এনআইএ্যাক্ট এর-১৩৮ এর ১০(দশ) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২৯,৫০,৯৫০/- টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী মোঃ এমদাদুল হক, পিতা- মোঃ এছাহাক আলী সরদার ওরফে নূরুল ইসলাম, সাং- মঙ্গলপুর, থানা- বাগমারা, জেলা- রাজশাহী, মালিক মেসার্স শরিফ ইলেক্ট্রনিক্স ও মেসার্স শরীফ ট্রেডার্স তাহেরপুর বাজার, বাগমারা, রাজশাহী এবং সিআর ৩৮/১৮ (ফুলছড়ি) ধারা- যৌতুক নিরোধ আইনের ৪ ধারা ০৩(তিন) বছর সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদন্ড অনাদায়ে আরো ০৩(তিন) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ আমিনুল ইসলাম, পিতা- মোঃ নাসির প্রামানিক, সাং- বাইগাছা, থানা- বাগমারা, জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
একই তারিখ বাগমারা থানার জিডি নং-১০৭৪ তারিখ ২৩/০৭/১৯ এবং জিডি নং-৭৯৮ তারিখ ১৯/০৮/১৯ ইং মূলে এএসআই(নিঃ) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হারানো মোবাইল দুইটি উদ্ধার করেন এবং রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ বাগমারা থানার মাধ্যমে মোবাইেলর প্রকৃত মালিকদের প্রাপ্তী স্বীকার মূলে মোবাইল দুইটি বুঝিয়ে দেওয়া হয়।