মোহনপুর থানা পুলিশ কর্তৃক ১,৪৪০ পিচ ইয়াবাসহ ০১টি মাদক মামলায় ০২ জন আসামী গ্রেফতার।

১০ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে মোহনপুর থানার অফিসার ও র্ফোস কর্তৃক আসামী ১. শ্রী নিত্য কুমার প্রমানিক(৩৪), পিতা-শ্রী নিমাই চন্দ্র প্রমানিক ,স্থায়ী: গ্রাম- বাকশিমইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী ২. মোঃ বেলাল হোসেন(৩৮), পিতা-মৃত আক্কাস আলী ,স্থায়ী: গ্রাম- বাদেজুল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীদ্বয়কে মোহনপুর থানাধীন মোহনপুর বাজারের জনৈক রবিউল ইসলাম সোহাগ, পিতা- মোঃ জল্লুর রশীদের ইলেকট্রিক্স দোকানের সামনে মোহনপুর টু তানোরগামী পাকা রাস্তার উপর হতে ০১নং আসামী শ্রী নিত্য কুমার এর হেফাজত হইতে উদ্ধারকৃত (০৬×১৬০)=৯৬০ (নয়শত ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট পলিথিনসহ ওজন হয় ৯৬ (ছিয়ানব্বই) গ্রাম এবং ০২নং আসামী মোঃ বেলাল হোসেন এর হেফাজত হইতে উদ্ধারকৃত (০৩×১৬০)=৪৮০ (চারশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট পলিথিনসহ ওজন হয় ৪৮ (আটচল্লিশ) গ্রাম হয়। উদ্ধারকৃত সর্বমোট ইয়াবা ট্যাবলেট (৯৬০+৪৮০)=১৪৪০ (একহাজার চারশত চল্লিশ) পিচ, যাহার সর্বমোট ওজন (৯৬+৪৮)= ১৪৪ (একশত চুয়াল্লিশ) গ্রাম, যার অনুমান মূল্য ৪,৩২,০০০/- (চার লক্ষ বত্রিশ হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে ০১নং আসামী নিত্য কুমার প্রমানিক এর বিরুদ্ধে ১। মোহনপুর থানার মামলা নং-১৫, তারিখ-০৮/০৮/২০১৮;  ধারা-১৯(১)(ক)/১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২। মোহনপুর থানার মামলা নং-১০, তারিখ-১৪/০৭/২০১০;  ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৩। মোহনপুর থানার মামলা নং-০৭, তারিখ-২১/০১/২০১৪;  ধারা-১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৪। মোহনপুর থানার মামলা নং-০৯, তারিখ-১০/১০/২০১৯; ধারা-৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ৫। মোহনপুর থানার মামলা নং-০৪, তারিখ- ০৪/০৬/২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ৬। মোহনপুর থানার মামলা নং-১৭, তারিখ- ১৬/০৩/২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ৭। মোহনপুর থানার মামলা নং-১৭, তারিখ- ২৩/১২/২০১৭; ধারা-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইন; ৮। মোহনপুর থানার মামলা নং-১৬, তারিখ- ২৫/০৭/২০১৬; ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইন ৯। মোহনপুর থানার মামলা নং-১৭, তারিখ- ১৮/১০/২০২১; ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ১০। মোহনপুর থানার মামলা নং-৭, তারিখ- ১৩/০৮/২০২১; ধারা-৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ১১। মোহনপুর থানার মামলা নং-১৭, তারিখ- ২৮/০৭/২০২১; ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলার এজাহারভুক্ত আসামী। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার মামলা নং-১৩, তারিখ- ১০/০২/২০২২; জি আর নং-৩৮, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ