মোহনপুর থানা পুলিশ কর্তৃক ২৪ বোতল এ্যালকোহল, ১৫+১২=২৭ লিটার চোলাইমদ, ২০ লিটার চোলাইমদ তৈরীর উপাদান ওয়াশ (জাওয়া)সহ ০৪ টি মাদক মামলায় ০১ জন পলাতক ও ০৪ জন আসামী গ্রেফতার।
১০ ফেব্রুয়ারী, ২০২২
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে মোহনপুর থানার অফিসার ও র্ফোস কর্তৃক আসামী ১। মোঃ আবুল কালাম আজাদ @ বাবু (৪৩), পিতা-মৃত গিয়াস উদ্দিন ,স্থায়ী: গ্রাম- বসন্তকেদার, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী, ২। মোঃ আতাউর রহমান @ আতাবুর (৪২), পিতা-মৃত আঃ রশিদ চৌধুরী ,স্থায়ী: গ্রাম- বেড়াবাড়ী পূর্বপাড়া, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী, ৩। মোঃ গোলাপ মোস্তফা @ গোলাম (৪২), পিতা-মৃত আব্দুস সামাদ ,স্থায়ী: গ্রাম- নাকইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী, ৪। মোঃ ফিরোজ সরদার (৩৭), পিতা-মৃত রইচ উদ্দিন ,স্থায়ী: গ্রাম- নাকইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীদেরকে ২৪ বোতল এ্যালকোহল, ১৫+১২=২৭ লিটার চোলাইমদ, ২০ লিটার চোলাইমদ তৈরীর উপাদান ওয়াশ (জাওয়া)সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার ,এফআইআর নং-৯/৩৪, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৩৪, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; সময়- ২০:০৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। মোহনপুর থানার ,এফআইআর নং-১০/৩৫, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৩৫, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; সময়- ২০:৫০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। মোহনপুর থানার ,এফআইআর নং-১১/৩৬, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৩৬, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; সময়- ২১:১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৪। মোহনপুর থানার ,এফআইআর নং-১২/৩৭, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৩৭, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; সময়- ২১:৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।