মোহনপুর থানা পুলিশ কর্তৃক অপহরন মামলার ২জন আসামী গ্রেফতার
২৯ জানুয়ারী, ২০২২
মোহনপুর থানাধীন বাকশৈল গ্রামস্থ বাদী মোঃ মহেদ সরদার(৪১), পিতা-মৃত সাইবালী সরদার, মাতা-মৃত হারিছা বেগম, থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, এর মেয়ে মোছাঃ রিয়া আক্তার স্মৃতি (১১) কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। এজাহারনামীয় আসামী ১। মোঃ রায়হান শাহ (২০), পিতা- মোঃ কাশেম শাহ, সাং- বাকশৈল নামোপাড়া, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী এবং আসামী ২। মোঃ কাশেম শাহ ও ৩। মোছাঃ শরিফা বিবি সম্পর্কে বাদীর ভাগ্নে, ভগ্নিপতি ও বোন, তারা একই গ্রামে পাশাপাশি বসবাস করে। আসামী মোঃ রায়হান শাহ বাদীর মেয়ে স্মৃতিকে বিভিন্ন সময় হতে প্রেমের প্রস্তাব দেয়। বাদীর মেয়ে আসামী রায়হানের প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে গত ২৭/০১/২০২২ খ্রিঃ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় আসামী রায়হান মোহনপুর থানাধীন বাকশৈল গ্রামস্থ বাদীর বসত বাড়ীতে আসিয়া বাদীর মেয়ে রিয়া আক্তার স্মৃতিকে কৌশলে কেশরহাট বাজারে নিয়ে অজ্ঞাতনামা ভ্যানযোগে বাগমারার দিকে নিয়ে যায়। পরবর্তীতে বাদী জানিতে পারেন যে, আসামী রায়হান বাদীর মেয়ে রিয়া আক্তার স্মৃতিকে কৌশলে বিবাহের প্রলোভন দিয়ে ফুসলাইয়া অপহরন করেছে। তখন বাদী গ্রেফতারকৃত ২নং আসামী কাশেম শাহ ও ৩নং আসামী শরিফা বিবির নিকট গিয়ে ঘটনার কথা বর্ননা করিলে তারা বাদীকে বলে, “রায়হানের সাথে তোমার মেয়ে স্মৃতিকে বিয়ে দিয়ে দাও তাহলে মেয়েকে বের করে দিব, না হলে তোমার মেয়েকে বের করে দিবনা”। আসামীরা পরস্পর যোগসাজসে বিবাহের প্রলোভনে ফেলে বাদীর মেয়ে রিয়া আক্তার স্মৃতিকে কৌশলে অজ্ঞাত স্থানে অপহরন করে রেখেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর থানার ,এফআইআর নং-২৪/২৪, তারিখ- ২৮ জানুয়ারি, ২০২২; জি আর নং-২৪, তারিখ- ২৮ জানুয়ারি, ২০২২; সময়- ১২.৩০ ঘটিকা ধারা- ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মামলা রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে আসামী ১. মোঃ কাশেম শাহ(৪৮), পিতা-মৃত নইমুদ্দিন শাহ , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বকসাইল (বাকশৈল নামোপাড়া) , থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, ২. মোছাঃ শরিফা বিবি(৪৬), , স্বামী/স্ত্রী-মোঃ কাশেম শাহ , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বকসাইল (বাকশৈল নামোপাড়া ) , উপজেলা/থানা- মোহনপুর, জেলা –রাজশাহীদ্বয়েকে ২৮/০১/২০২২ খ্রিঃ তারিখে তাদের বসত বাড়ী হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়েছে।