মোহনপুরে অপহরণ মামলায় ০১ (এক) জন আসামী গ্রেফতার।

০৮ নভেম্বর, ২০২১

মামলার ভিকটিম মোসাঃ শাহরিয়া আক্তার মুন্নি (১৬), পিতা- মোঃ মোজাহার, সাং- বাটুপাড়া, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী মৌগাছী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। ভিকটিম স্কুলে যাওয়া-আসার পথে বেশ কিছু দিন যাবত উপরোক্ত আসামী মোঃ আরিফুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিকটিমকে প্রেম-নিবেদন সহ কু-প্রস্তাব দিয়া আসিতেছিল। ভিকটিম গত ০৩/১১/২০২১ খ্রিঃ তারিখে সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় মৌগাছী কলেজে মোঃ এন্তাজ আলী (৩৫) এর নিকট প্রাইভেট পড়ার জন্য গিয়া প্রাইভেট শেষ করিয়া একই তারিখ সকাল অনুমান ০৮.৪৫ ঘটিকায় মোহনপুর থানাধীন মৌগাছী গ্রামস্থ মৌগাছী কলেজের সামনে রাজশাহী হইতে নওগাঁগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পৌঁছাইলে আসামী মোঃ আরিফুল ইসলামসহ এজাহারনামীয় অপরাপর আসামীর সহযোগীতায় ভিকটিমকে বিবাহের প্রলোভন দিয়ে ফুসলাইয়া অপহরন করিয়া অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার মামলা নং-০৬, তাং-০৮/১১/২০২১ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই/মোঃ আবু জাহেদ শেখ মোঃ আরিফুল ইসলাম(২৭), পিতা-মোঃ জয়নাল মন্ডল, মাতা-মোসাঃ আবেদা বিবি , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বিদ্যাধরপুর, উপজেলা/থানা- মোহনপুর, জেলা –রাজশাহীকে ০৮/১১/২১ ইং তারিখে মোহনপুর থানাধীন বিদিরপুর অটো/সিএনজি স্ট্যান্ড হতে গ্রেফতার করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়েছে। 







সর্বশেষ সংবাদ