ইং ০৯/১০/২০২১ তারিখ তানোর থানা এলাকা হইতে ০৯(নয়) লিটার চোলাইমদ, ১৫(পনের) গ্রাম গাঁজা ও ০২(দুই) গ্রাম হেরোইনসহ মামলার ০৫জন আসামী গ্রেফতার।

০৯ অক্টোবর, ২০২১

ইং ০৮/১০/২০২১ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেল, এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামী ১। শ্রীমতি রীতা রানী বাস্কি(৫১) স্বামী-মিঃ নরেন মুমুৃ সাং-কচুয়া,থানা-তানোর, জেলা-রাজশাহীকে ০৫(পাঁচ) লিটার চোলাইমসহ গ্রেফতার করেন এবং এসআই(নিঃ) মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আসামী ২।শ্রী কৃষ্ণ কুমার (১৯), পিতা- শ্রী কার্তিক সরকার  গ্রাম- খুদিয়াডাঙ্গা, থানা- মান্দা, জেলা -নওগাঁ, ৩। শ্রী রনজিত হাওলাদার (২৫), পিতা- নিরেন হাওলাদার  গ্রাম- বালাতৈড়, থানা- নিয়ামতপুর, জেলা –নওগাঁদ্বয়কে ০৪(চার) লিটার চোলাইমদসহ গ্রেফতার করেন ও এসআই মোঃ মানিক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আসামী ৪। মোসাঃ ববতা খাতুন(৩২), পিতা-মোঃ আজিমুদ্দিন সাং-আব্দুল ময়েজ সাং-চুনিয়াপাড়া,থানা-তানোর, জেলা-রাজশাহীকে ১৫(পনের) গ্রাম গাঁজাসহ গ্রেফতার এবং  এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ আসামী ৫।মোসাঃ খালেদা বিবি (৩৭), স্বামী-মোঃ আঃ কাশিম সাং-পাচন্দর, থানা-তানোর জেলা-রাজশাহীকে ০২(দুই) গ্রাম হেরোইনসহ গ্রেফতার পূর্বক আসামীদের বিরুদ্ধে মামলা ‍রুজু করতঃ সর্ব মোট ০৫জন আসামীদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে ইং ০৯/১০/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ