মোহনপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার।
০৭ অক্টোবর, ২০২১
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ আলহাজ উদ্দিন, এসআই/ মোঃ আমান উল্লাহ, এসআই/ধীমান মন্ডল, এএসআই/মোঃ শামছুর রহমান, এএসআই/মোঃ এরশাদ আলী এবং এএসআই/মোঃ সোলাইমান আলী গন কর্তৃক সিআর মামলা নং-১৮৮পি/২০২০, ধারাঃ ফৌঃ কাঃ বিঃ ১০৭, এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১. মোঃ গমির মোল্লা (), পিতা- মৃত ইসমাইল স্থায়ী : গ্রাম- খানপুর, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ ২. মোঃ দেলোয়ার হোসেন (), পিতা- মোঃ আঃ মজিদ স্থায়ী : গ্রাম- খানপুর, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ ৩. মোঃ আঃ মজিদ (), পিতা- মোঃ গমির মোল্লা স্থায়ী : গ্রাম- খানপুর, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ ৪. মোঃ হাসিবুর রহমান (), পিতা- মোঃ আঃ মজিদ স্থায়ী : গ্রাম- খানপুর, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ ০৪ জন আসামী, জিআর মামলা নং-১৮৪/১৯ (মোহনপুর), ধারাঃ-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ৫. মোঃ হাফিজুর রহমান (), পিতা- মোঃ আনসার আলী স্থায়ী : গ্রাম- বসন্তপুর, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ এবং সিআর মামলা নং-২০৯/১৭ (বাগমারা), ধারাঃ যৌতুক নিরোধ আইন ৪ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ৬. মোঃ মতিউর রহমান (২৮), পিতা- মৃত আনেছ প্রাং স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশগনদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।