ইং ০৬/১০/২০২১ তারিখ তানোর থানা এলাকা হইতে পরোয়ানা মূলে ০২ জন সাজা প্রাপ্ত আসামী ০৪ জন সিআর মামলার আসামী এবং ০২জন নিয়মিত মামলা আসামী গ্রেফতার।

০৭ অক্টোবর, ২০২১

ইং ০৬/১০/২০২১ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেল, এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে এসআই(মোঃ)মোঃ হাফিজুল ইসলাম, এসআই মোহাঃ নেজাম উদ্দিন এসআই মোঃ মানিক উদ্দিন এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম,এএসআই(নিঃ) মোঃ আজিম হোসেন,এএসআই(নিঃ) মোঃ আবু সাইদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকা হতে সিআর মামলা নং-৬৯/২১ এর দুই জন আসামী ১। মোঃ সারোয়ার হোসেন ওরফে বাবু, পিতা-মৃত মনির ডিলার,২। মোঃ ইউসুফ আলী, পিতা-মোঃ ইউনুস আলী,উভয় সাং-দিব্যস্থলী, সিআর নং-১৭৭/১৩ (শিবগঞ্জ)এর সাজা প্রাপ্ত আসামী ৩। মোঃ আনোয়ার হোসেন, পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-কন্দুপুর, সিআর নং-২৫৯/সি এর আসামী ৪। মোঃ ইমন হোসেন(২০) পিতা-মোঃ আকরাম হোসেন, সাং-ঠাকুরপুকুর, সিআর নং-১৭৬/২১ এর আসামী ৫। মোঃ মোবারক আলী, পিতা-আঃ রহমান, সাং-হাঁপানিয়া, জিআর নং-১৩৪/১৬ এর সাজা প্রাপ্ত আসামী ৬। মোঃ ইউনুছ আলী, পিতা-মৃত চান মোহাম্মদ সাং-কুন্দুপুর সর্ব থানা-তানোর জেলা-রাজশাহীদের পরোয়ানা মূলে  গ্রেফতার করেন। এসআই মোঃ সাজ্জাদ হোসেন নিয়মিত মামলা দুই জন আসামী ১। আঃ হালিম ভুট্টু, পিতা-মৃত নাসির উদ্দিন, ২। মোসাঃ রেহেনা বেগম স্বামী-আঃ হালিম ভুট্টু, সাং-ধনঞ্জয়পুর,সকল থানা-তানোর জেলা-রাজশাহীদের গ্রেফতার পূর্বক সর্ব মোট ০৮ জন আসামীদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে ইং ০৭/১০/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ